ছয় মাস পর ২৫২ যাত্রী নিয়ে সৌদি গেল প্রথম ফ্লাইট

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দীর্ঘ ৬ মাস আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার পর সৌদি আরবের উদ্দেশ্যে বিমানের ফ্লাইট আবার চালু হয়েছে। সৌদির স্থানীয় সময় মঙ্গলবার রাত ৩টা ২০ মিনিটে কিং খালেদ বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া প্রথম ফ্লাইটটি সৌদি আরবের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। ‘সৌদি অ্যারাবিয়ান’ নামে সৌদি এয়ারলাইন্স এ ফ্লাইটটি পরিচালনা করে।

এর আগে রাত সাড়ে ১২টা ৫৬ মিনিটে ২৫২ জন যাত্রীকে নিয়ে রিয়াদের উদ্দেশে ঢাকা ত্যাগ করে সাউদিয়ার এসভি-৮০৫ ফ্লাইট। এই ফ্লাইটের বেশিরভাগ যাত্রীই করোনাকালীন সময়ে ছুটিতে দেশে এসে আটকে পড়েন।

 

 

টাইমস/এসএন

Share this news on: