ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহুর মরণ কামড়

ইসরাইলের ক্ষমতা থেকে ছিটকে পড়ছেন বেনিয়ামিন নেতানিয়াহু। নির্বাচনের পর নির্ধারিত সময়ে সরকার গঠন করতে না পারায় ইসরাইলের বিরোধী দলগুলোর জোট সরকার গঠন করতে চলেছে। কিন্তু শেষ সময়ে এসেও বিরোধী জোটের সরকার গঠন ঠেকাতে মরণ কামড় দিলেন নেতানিয়াহু।

নেতানিয়াহু বলেছেন, বিরোধীদলগুলোর জোট ইসরাইলের ভবিষ্যতের জন্য ‘বিপজ্জনক’। এই জোটকে ঠেকাতে হবে।

ইসরাইলের সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে নেতানিয়াহু বলেছেন, পশ্চিম তীরে ইসরাইলের রাজনৈতিক দলগুলো মিলে যে জোট সরকার গঠনে সম্মত হয়েছে, সেটা ‘বামপন্থি’ সরকার। এই সরকার ইসরাইলের ভবিষ্যতকে ধ্বংস করে দেবে।

এদিকে এক টুইট বার্তায় নেতানিয়াহু বলেন, নতুন সরকার ইসরাইলবাসীর জন্য শতাব্দীর সবচেয়ে বড় প্রতারণা। এটি একটি বামপন্থি সরকার। নিশ্চিতভাবেই অদূর ভবিষ্যতে এর কারণে ইসরাইলের সার্বভৌমত্ব ও জনগণের জীবন-নিরাপত্তা বিপদাপন্ন হবে।

এদিকে নেতানিয়াহুকে সরিয়ে নতুন সরকার গঠন করতে জোট তৈরি করেছে ইসরাইলের ৮টি বিরোধী দল। ইয়ামিনা পার্টি ও ইয়েশ আটিডের নেতৃত্বাধীন এই জোটে একটি আরব দলও যুক্ত হয়েছে। ইসরায়েলের ইতিহাসে যা প্রথম।

 

টাইমস/এসএন

Share this news on: