রাজধানীর মিরপুরে লকডাউন দেখতে আসা ১০০ জন আটক

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত সর্বাত্মক কঠোর লকডাউনের প্রথম দিন চলছে। সাত দিনের কঠোর বিধিনিষেধের প্রথম দিনে বিনা প্রয়োজনে বাইরে বের হওয়ায় রাজধানীর মিরপুর থেকে ১০০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলাবাহিনী।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত মিরপুর, গাবতলী, টেকনিক্যাল, পল্লবী এলাকা থেকে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার আ স ম মাহতাব উদ্দিন গণমাধ্যমকে বলেন, জরুরি প্রয়োজনে যারা সড়কে বেরিয়েছেন তাদের আটক করে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হচ্ছে। এই কঠোর লকডাউনের মধ্যেও যথাযথ কারণ ছাড়া ঘর থেকে বের হওয়ায় শতাধিক জনকে আটক করা হয়েছে। দুজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে অর্ধশত যানবাহনকে মামলা দেয়া হয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: