চট্টগ্রামে ভারি বৃষ্টি, জলাবদ্ধতায় বিপাকে মানুষ

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তারপরও কঠোর লকডাউনের প্রথমদিন ভারি বৃষ্টিতে বিপাকে পড়েছে মানুষ। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২১৫ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বুধবার দিবাগত রাত থেকে নগরীতে ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে। এতে নগরীর অলিগলি ও সড়ক-মহাসড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নগরীর নীচু এলাকার ঘরবাড়িতে পানি উঠে গেছে।

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের একটি সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২১৫ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবারও সারাদিন নগরীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার (২ জুলাই) পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে আজকে বৃহস্পতিবার তিনটা পর্যন্ত চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে নগরীতে জলাবদ্ধতা আরও বাড়তে পারে।

 

টাইমস/এসএন

Share this news on: