রংপুরে শেখ নাসির উদ্দিনের মৃত্যুতে বেরোবি উপাচার্যের শোক প্রকাশ

ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট (এনডিসি) ও ডিজিএফআইর সাবেক পরিচালক লে. জেনারেল শেখ মামুন খালেদের বাবা শেখ নাসির উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ।

বুধবার দুপুর ২ টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শেখ নাসির উদ্দিন ছিলেন একজন সরকারী কর্মকর্তা। মৃত্যুকালে তিনি চার ছেলে, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

বুধবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ এক শোক বার্তায় মৃত শেখ নাসির উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: