পাটের আঁশ দিয়ে রেসিং কার বানালো কুয়েটের শিক্ষার্থীরা

পাটের আশ দিয়ে রেসিং কার তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশের খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। টিম কিলো ফ্লাইটের, তিন বছর সময় লেগেছে এই রেসিং কারের ফর্মূলা তৈরি করতে ।

এই কারটি তৈরি হয়েছে রেসিং কার ফর্মূলা-১ এর আদলে। ফর্মূলা স্টুডেন্ট ইউকে অনলাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্যে তৈরি করা হয় কারটি। উন্নত ইঞ্জিন, গিয়ার,ব্রেক, মিটার সম্পন্ন এই কারটির সম্পূর্ন বডি তৈরি করা হয়ে সোনালী আশ পাট দিয়ে । চালকের জন্য রয়েছে সুরক্ষা ব্যাবস্থা। গাড়িটি ঘন্টায় ১৬২ কিলোমিটার যেতে সক্ষম।

বাংলাদেশে দক্ষ ইঞ্জিনিয়ার তৈরি করা, অটোমোবাইল খাত উন্নত করতে এই উয্যোগ, অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা করছে টিম কিলো ফ্লাইট। বাংলার সোনালী আঁশ পাট, বিশ্বের দরবারে নতুন ভাবে গ্রহন পাবে বলে আশা বাদি টিম কিলো ফ্লাইটের। আগামীতে ইলেকট্রিক ও চালক বিহীন কার তৈরি করার আশা প্রকাশ করেছে টিম কিলো ফ্লাইট।

Share this news on: