চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত, গাড়ি ভাঙচুর

চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় দিদারুল ইসলাম (৩২) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।

শনিবার বিকেলে উপজেলার কেরানীহাট খুনীরবটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর নিহতের অনুসারীরা মহাসড়ক অবরোধ করে ২০টিরও বেশি গাড়ি ভাঙচুর করেছেন।

নিহত দিদারুল উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা শাখা যুবলীগের সম্পাদক মণ্ডলীর সদস্য ও উপজেলার কেওচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পঞ্চায়েতবাড়ির রফিকুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি গাড়ি মোটরসাইকেল আরোহী যুবলীগ নেতা দিদারকে পেছন দিক থেকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হন।

এদিকে দিদারের মৃত্যুর হওয়ার খবর ছড়িয়ে পড়লে তার অনুসারীরা মহাসড়ক অবরোধ করে ব্যাপক ভাঙচুর চালান।
এ সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রায় ২০ টিরও বেশি গাড়ি ভাঙচুর করা হয়।

প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
ঘাতক হানিফ পরিবহনের গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানান ওসি।

 

টাইমস/এমএএইচ/জেডটি

Share this news on: