১২ লক্ষাধিক মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছে

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ১২ লাখ মানুষ নিরপিদ আশ্রয়ের সন্ধানে ইউক্রেন ছেড়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বলেছেন, ইউক্রেন ছেড়ে পালিয়ে যাওয়া মানুষের অর্ধেকই প্রতিবেশী দেশ পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন।

ইউরোপের এ দেশটিতে ৬ লাখ ৫০ হাজার ইউক্রেনী আশ্রয় নিয়েছেন। দেড় লাখ মানুষ হাঙ্গেরিতে আশ্রয় নিয়েছেন, বাকিরা ইউরোপের অন্য দেশে আশ্রয় নিয়েছেন।

প্রতিবেমী মলডোভা, স্লোভাকিয়া এবং রোমানিয়ায়ও বিপুল সংখ্যক ইউক্রেনীয় শরণার্থী আশ্রয় নিয়েছেন।

ইউক্রেনের ভিতর ও বাইরে এখনো অনেক মানুষ আশ্রয়ের খোঁজ করছেন। তাদের সুরক্ষা ও সহায়তা দরকার।

ইউক্রেনের পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে প্রায় ৪০ লাখ মানুষ ইউক্রেন ছাড়তে বাধ্য হতে পারে বলে জানিয়েছে ইউএনএইচসিআর।

রাশিয়ার হামলার আগে ইউক্রেনে মোট জনসংখ্যা ছিল চার কোটি ৪০ লাখ।

Share this news on: