এত উদার হলে মাসুদকে ভারতের হাতে তুলে দিন: ইমরানকে সুষমা

কাশ্মীরে পুলওয়ামা হামলাসহ একাধিক নাশকতায় অভিযুক্ত জইশ-ই-মুহাম্মদের প্রধান মাসুদ আজহারকে ফেরত পেতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ওপর চাপ সৃষ্টি করছে ভারত।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে উদ্দেশ্য করে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, ‘পাক প্রধানমন্ত্রী যদি এতটাই উদার মানুষ হন, তা হলে পুলওয়ামা হামলায় মূল অভিযুক্ত মাসুদ আজহারকে আমাদের হাতে তুলে দিন।’

সন্ত্রাসে মদত এবং আলোচনা- এই দুটি প্রক্রিয়া একই সঙ্গে চলতে পারে না বলেও মন্তব্য করেন সুষমা।

পুলওয়ামা হামলার পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিজের শান্তিকামী ভাবমূর্তি তুলে ধরতে চেষ্টা করছেন প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের হাতে বন্দি ভারতীয় বিমান বাহিনীর পাইলট অভিনন্দন বর্তমানকে মুক্তির ঘোষণা করার পর থেকেই তাকে ‘শান্তির দূত’ হিসেবে তুলে ধরতে চাইছে পাকিস্তানি সংবাদমাধ্যম। আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও ইমরান খানের এই পদক্ষেপের সংবাদ ইতিবাচকভাবে প্রকাশ করেছে।

ভারতের সঙ্গে শান্তি তৈরির জন্য আলোচনা চেয়েও তিনি আবেদন জানাচ্ছেন বারবার। পুলওয়ামা হামলার পর ইমরান দাবি করেছিলেন, ভারত প্রমাণ দিলেই এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর এমন ভাবমূর্তি তৈরির চেষ্টাকেই এ বার কটাক্ষ করলেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

বুধবার নয়াদিল্লিতে ইমরানকে উদ্দেশ্য করে তার মন্তব্য, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী কত উদার, সেই কথা শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। উনি যদি এতটাই উদার হন, তা হলে মাসুদ আজহারকে ভারতের হাতে তুলে দিক পাকিস্তান। তা হলেই বোঝা যাবে উনি আসলে কতটা উদার।’

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে ভারতের পুরনো অবস্থানের কথাই জানিয়েছেন তিনি। সন্ত্রাসে মদত দেওয়া এবং শান্তি আলোচনা, এক সঙ্গে এই দু’টি বিষয় যে ভারত মেনে নেবে না, পাকিস্তানকে সেই হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

পাকিস্তানের বালাকোটের জইশ ঘাঁটিতে ভারতীয় বিমান বাহিনীর বোমাবর্ষণের পর পাক সেনার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সুষমা।

তার বক্তব্য, ‘ভারতীয় বিমান বাহিনী জইশ ঘাঁটি ধ্বংস করতেই অভিযান চালিয়েছিল। কিন্তু আমাদের ওপর পাল্টা হামলা চালাল জইশ নয়, পাকিস্তানি সেনারা। কেন, তা আমরা বুঝতে পারছি না।’

এরপরই পাকিস্তানকে সরাসরি আক্রমণ করে সুষমা বলেন, ‘আপনাদের দেশের মাটিতে জইশ শুধু ঘাঁটি গেড়েছে, এমনটা নয়। আপনারা জঙ্গিদের আর্থিক সাহায্য করেন। আক্রান্ত দেশ পাল্টা অভিযান চালালে জঙ্গিদের হয়ে আপনারাই তাদের ওপর হামলা চালান।’

একই সঙ্গে পাকিস্তানি সেনা এবং গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) কবল থেকে পাকিস্তানকে মুক্ত করার জন্যও ইমরানকে পরামর্শ দেন তিনি।

 

 

টাইমস/এসআই

Share this news on: