সাকিবের দলে যোগ দেয়া নিয়ে যা জানালেন বিসিবি পরিচালক

পাকিস্তানকে ঘরের মাটিতে ২ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা দিয়ে বাংলাদেশে ফিরে টাইগাররা। অথচ পাকিস্তান যাত্রার আগেও এমন কিছু কল্পনা করেনি কেউই। দুই ভাগে বাংলাদেশ দল দেশে ফিরলেও ফিরেননি দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি পাকিস্তান থেকে চলে যান ইংল্যান্ড। বিসিবি থেকে এনওসি নিয়ে কাউন্টি খেলতে চলে যান সেখানে। ভারত সফরের আগে মাত্র একটি ম্যাচ খেলবেন তিনি।

কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সাকিবের বিরুদ্ধে রাজধানীর আদাবরে হত্যা মামলা করায় বাংলাদেশের জার্সি গায়ে তার খেলা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। এরপর এক আইনজীবী পাকিস্তানে প্রথম টেস্ট চলাকালেই সাকিবকে দল থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে লিগ্যাল নোটিশ দেয় বিসিবিকে। পাকিস্তানের বিপক্ষে সফল সিরিজ শেষে বিসিবি আনুষ্ঠানিকভাবে জানায় মামলার পরবর্তি অবস্থান দেখে তাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংস্থাটি। তার আগ পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলতে সাকিবের কোনো সমস্যা নেই।

আগামী ১৫ সেপ্টেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ দল। ভারতে সেদিনই সাকিবেরও যোগ দেয়ার কথা দলের সঙ্গে। কিন্তু ভারত সফরের পরই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। দেশের মাটিতে দলের সঙ্গে থাকবেন কিনা সাকিব? এমন প্রশ্নের জবাবে শনিবার (৭ সেপ্টেম্বর) বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, সাকিব ইংল্যান্ড থেকে ভারতে আসবে খেলতে, আপাতত আমরা সেটুকুই জানি। সেটুকুর মধ্যে থাকতে চাই।

একইদিন হাথুরুর দেশে ফেরা নিয়ে বিসিবির এ পরিচালক জানান, হাথুরু অস্ট্রেলিয়া থেকে ফিরে দলের সঙ্গে যোগ দেবেন। কোনো শঙ্কা নেই, তিনি যথাসময়ে ফিরে আসবেন।

এছাড়া ভারত সিরিজ নিয়ে বিসিবির এ পরিচালক জানান, পুরো দলকে পাওয়া যাবে, ইনজুরির কোনো সমস্যা নেই। সাকিব আল হাসান কাউন্টি ক্রিকেটে খেলতে গেছেন, তবে বাকিরা সবাই উপস্থিত থাকবেন।

Share this news on: