ইনজুরির কারণে বিপিএল ছাড়লেন সিলেটের ক্যারিবীয় অলরাউন্ডার রাহকিম কর্নওয়াল।
মঙ্গলবার (১৪ই জানুয়ারি) কর্নওয়ালের বিপিএল ছাড়ার কথা নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
বিপিএলের চলতি আসরে আর দেখা যাবে না কর্নওয়ালকে। এর আগে বিপিএলের শুরুতে যোগ দিলেও খুব বেশি ম্যাচ খেলা হয়নি এই অলরাউন্ডারের। ফ্লু অসুস্থতার কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচেও ছিলেন না একাদশে। তৃতীয় ম্যাচে সুযোগ পেয়ে ব্যাট হাতে করেন ১৮ রান, বোলিংয়ে শিকার করেন ১ উইকেট।
সিলেটের ফেসবুক পেইজে কর্নওয়াল এক ভিডিওতে বাংলাদেশকে বিদায় জানান। সেই ভিডিওতে লেখা ছিল, 'ক্রিকেট সমর্থকদের জন্য দুঃসংবাদ। ইনজুরির কারণে বিপিএল ছেড়ে যাচ্ছেন রাহকিম কর্নওয়াল।'
এবারের বিপিএলে সিলেটের দলে তেমন বড় নাম নেই। পল স্টার্লিং, জর্জ মানসি, রিস টপলিরা থাকলেও কর্নওয়ালকে হারানো বেশ বড় ক্ষতিই হল দলটির জন্য।