আইপিএলের রিটেইন শেষে দলগুলোর অবস্থান

আইপিএলের মেগা নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোকে ধরে রাখা খেলোয়াড়ের তালিকা জমা দিতে ৩১ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সে হিসেবে গতকালই ছিল তালিকা জমা দেয়ার শেষ দিন। আর ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের সে তালিকা নিশ্চিত করেছে। তালিকা জমা দেয়ার পর দেখা গেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি মোট ৪৬ জন খেলোয়াড়কে ধরে রেখেছে।

ধরে রাখা খেলোয়াড়দের মধ্যে রুপির অঙ্কে সবার ওপরে সানরাইজার্স হায়দরাবাদের দক্ষিণ আফ্রিকার হেনরিক ক্লাসেন। প্রোটিয়াদের এই উইকেটকিপার–ব্যাটারকে রেখে দিতে ২৩ কোটি রুপি খরচ করেছে হায়দরাবাদ। আইপিএলে ধরে রাখা (রিটেইনড) খেলোয়াড়দের মধ্যে ক্লাসেনই এখন সবচেয়ে দামি। যৌথভাবে দুইয়ে বিরাট কোহলি ও নিকোলাস পুরান। তাদের ধরে রাখতে ২১ কোটি রুপি দিচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

আইপিএলের গত মৌসুমে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে তার দল চেন্নাই সুপার কিংস। 

মেগা প্রজেক্টের এ ফ্র্যাঞ্চাইজিটির নতুন নিয়মানুযায়ী প্রতিটি দল সর্বোচ্চ ৬ জন ক্রিকেটার ধরে রাখতে পারবে। তবে আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পাঁচজন রাখা যাবে। কোনও দল যদি নিলামের আগে পাঁচ জনের কম ক্রিকেটার ধরে রাখে, তবে রাইট-টু-ম্যাচ (আরটিএম)-এর মাধ্যমে বাকি ক্রিকেটারকে ফেরাতে পারবে দল।

আইপিএলে সকল দলের রিটেইন তালিকা-

দিল্লি ক্যাপিটালস:
দিল্লি ধরে রেখেছে তাদের চার জন ক্রিকেটার। তারা হলেন- অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ট্রিস্টিয়ান স্তবাস এবং অভিষেক পোড়েল।

গুজরাট টাইটানস:
পাঁচ জন ক্রিকেটারকে ধরে রেখেছে গুজরাট। তারা হলেন- অধিনায়ক শুভমন গিল, রশিদ খান, সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া এবং শাহরুখ খান।

সানরাইজার্স হায়দরাবাদ:
হায়দরাবাদ রিটেইন করেছে তাদের পাঁচ ক্রিকেটার। যেখানে অধিনায়ক প্যাট কামিন্স, অভিষেক শর্মা, হেনরিক ক্লাসেন, নীতীশ কুমার রেড্ডি এবং ট্রাভিস হেড।

পাঞ্জাব কিংস:
মাত্র দুই ক্রিকেটার ধরে রেখেছে পাঞ্জাব কিংস। আনক্যাপড ক্রিকেটার হিসেবে আছেন শশাঙ্ক সিংহ এবং প্রভসিমরন সিংহ।

রাজস্থান রয়্যালস:
অধিনায়ক সাঞ্জু স্যামসনসহ মোট ছয় ক্রিকেটার ধরে রেখেছে রাজস্থান। দলে আরও আছেন যশস্বী জয়সওয়াল, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, সন্দীপ শর্মা এবং রিয়ান পরাগ।

কলকাতা নাইট রাইডার্স:
পাঁচ ক্রিকেটার ধরে রেখেছে কলকাতা। যেখানে দলে আছেন আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, রিঙ্কু সিংহ, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা এবং রমনদীপ সিংহ। হর্ষিত এবং রমনদীপ আনক্যাপড ক্রিকেটার।

চেন্নাই সুপার কিংস:
মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়ে পাঁচ ক্রিকেটার ধরে রেখেছে চেন্নাই। দলে আছেন ধোনি, ঋতুরাজ, জাদেজা, পাথিরানা এবং শিভম দুবে। ধোনি আছেন আনক্যাপড ক্রিকেটার হিসেবে।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু:
তিন ক্রিকেটার রিটেইন করেছে বেঙ্গালুরু। যেখানে আছেন বিরাট কোহলি, রজত পাতিদার ও যশ দয়াল।

মুম্বাই ইন্ডিয়ান্স:
পাঁচ ক্রিকেটার দলে ধরে রেখেছে মুম্বাই। দলে আছেন জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা এবং তিলক বর্মা।

লখনৌ সুপার জায়ান্ট:
লখনৌ তাদের পাঁচ ক্রিকেটারকে রিটেইন করেছে। যেখানে আছেন নিকোলাস পুরান, রবি বিষ্ণোই, মায়াঙ্ক যাদব, আয়ুষ বাদোনি এবং মোহসিন খান।

Share this news on:

সর্বশেষ

ময়ূরী : সংগ্রামের পথে আলোচিত নাম Jan 02, 2025
img
উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগে গণঅভ্যুত্থানে আহতদের সড়ক অবরোধ Jan 02, 2025
img
অবশেষে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি Jan 02, 2025
img
গোয়েন্দা সংস্থার সুপারিশে ৪৩তম বিসিএসে ২২৭ জন বাদ: জনপ্রশাসন মন্ত্রণালয় Jan 02, 2025
img
ডিসেম্বরে রপ্তানি আয় বেড়েছে ১৭.৭২ শতাংশ Jan 02, 2025
img
বিয়ে করলেন সংগীতশিল্পী আরমান মালিক Jan 02, 2025
img
এলপি গ্যাসের দাম অপরিবর্তিত, কমল অটোগ্যাসের দাম Jan 02, 2025
img
এক ম্যাচে ৭ উইকেট, ইতিহাসের পাতায় তাসকিন Jan 02, 2025
img
রাজনৈতিক তর্ক-বিতর্কে আ.লীগের দুর্বৃত্তায়ন চাপা পড়ে যাচ্ছে : মির্জা ফখরুল Jan 02, 2025
img
বিপিএল টিকিট কাউন্টারে ভাঙচুর করে আগুন দিলো বিক্ষুব্ধ দর্শকরা Jan 02, 2025