আইপিএল নিলামের দিনক্ষণ চূড়ান্ত, কত কোটি রুপি অবশিষ্ট রয়েছে দলগুলোর?

আইপিএলের ১৮তম আসরের আগে রিটেনশন প্রক্রিয়া শেষ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবার পালা মেগা নিলামের। আগামী ২৪ ও ২৫ চলতি নভেম্বর অনুষ্ঠিত হবে দল গোছানোর লড়াই। এবারের নিলাম আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।

ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে জানা গেছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হবে এবারের মেগা নিলাম। নিলামের আগে সর্বোচ্চ ৬ ক্রিকেটারকে রিটেইন করার সুযোগ পেয়েছে দলগুলো। ইতোমধ্যে আয়োজকদের কাছে রিটেইন লিস্ট জমাও দিয়েছে দলগুলো।

আইপিএলের ১০টি দল মিলিয়ে ৪৬ জন ক্রিকেটারকে আগামী তিন আসরের ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। একটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৬ জনকে রিটেইন এবং সব মিলিয়ে ২৫ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে। সেই হিসেবে এবারের মেগা নিলামে দল পেতে যাচ্ছে আরও ২০৪ জন ক্রিকেটার। এর মধ্যে ৭০ জন থাকবেন বিদেশি ক্রিকেটার।

মেগা নিলামের আগে সবচেয়ে বেশি ছয়জন ক্রিকেটারকে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। সেই হিসেবে আরও ১৯ জন ক্রিকেটারকে দলে ভিড়াতে পারবে এই দুই ফ্র্যাঞ্চাইজি। এবার দল গঠনের জন্য দলগুলোর বাজেট নির্ধারিত করা হয়েছে ১২০ কোটি ভারতীয় রুপি।

আসুন এক নজরে দেখে নিই মেগা নিলামের আগে কোন দলের কাছে কত কোটি রুপি অবশিষ্ট রয়েছে।

কলকাতা নাইট রাইডার্স:
সর্বোচ্চ ছয়জন ক্রিকেটারকে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। নিলামে আরও ১৯ জন ক্রিকেটারকে নেওয়ার সুযোগ থাকছে শাহরুখ খানের দলের সামনে। সেই ১৯ জনের মধ্যে বিদেশি ক্রিকেটার নেওয়া যাবে ৬ জন।

রিঙ্কু সিং (১৩ কোটি রুপি), বরুণ চক্রবর্তী (১২ কোটি), সুনীল নারাইন (১২ কোটি), আন্দ্রে রাসেল (১২ কোটি), হার্ষিত রানা (৪ কোটি) ও রামনদীপ সিং (৪ কোটি)।

এই ছয়জন কিনতে কলকাতার ব্যয় হয়েছে ৫৭ কোটি রুপি এবং ৬৩ কোটি রুপি নিয়ে নিলামে অংশগ্রহণ করবে বর্তমান চ্যাম্পিয়নরা।

সানরাইজার্স হায়দরাবাদ:
আগামী তিন আসরের জন্য পাঁচ জন ক্রিকেটারকে রেখে দিয়েছে গত আসরের রানার্স আপ হায়দরাবাদ। যার মধ্যে দুইজন ভারতীয় এবং তিনজন বিদেশি ক্রিকেটার। ফলে নিলামে পাঁচ জন বিদেশি ক্রিকেটারকে নিতে পারবেন কাব্য মারানেরা। সব মিলিয়ে আরও ২০ জন ক্রিকেটারকে দলে নেওয়ার সুযোগ থাকছে হায়দরাবাদ কর্তৃপক্ষের সামনে।

প্যাট কামিন্স (১৮ কোটি), অভিষেক শর্মা (১৪ কোটি), নীতিশ কুমার রেড্ডি (৬ কোটি), হেনরিখ ক্লাসেন (২৩ কোটি), ট্রাভিস হেড (১৪ কোটি)।

এই পাঁচজনকে ধরে রাখতে হায়দরাবাদের খরচ হয়েছে ৭৫ কোটি রুপি এবং ৪৫ কোটি নিয়ে নিলামে অংশ নিবেন কাব্য মারান।

মুম্বাই ইন্ডিয়ান্স:
আইপিএলের আরেকটি সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। তারাও পাঁচ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। সকলেই ভারতীয় ক্রিকেটার। তাই নিলাম থেকে সর্বোচ্চ আট জন বিদেশি ক্রিকেটারকে নেওয়ারই সুযোগ রয়েছে মুম্বই কর্তৃপক্ষের সামনে। সব মিলিয়ে ২০ জন ক্রিকেটারকে নিলাম থেকে কিনতে পারবে আম্বানি পরিবারের দলটি।

রিটেইন করা ক্রিকেটারগুলো হলো, জাসপ্রীত বুমরা (১৮ কোটি), সূর্যকুমার যাদব (১৬.৩৫ কোটি), হার্দিক পাণ্ডিয়া (১৬.৩৫ কোটি), রোহিত শর্মা (১৬.৩০ কোটি) ও তিলক ভার্মা (৮ কোটি)।

এই পাঁচজনকে ধরে রাখতে মুম্বাই ইন্ডিয়ান্সের খরচ হয়েছে ৭৫ কোটি রুপি এবং ৪৫ কোটি নিয়ে নিলামে অংশগ্রহণ করবে তারা।

চেন্নাই সুপার কিংস:
একজন বিদেশিসহ পাঁচজন ক্রিকেটারকে রেখে দিয়েছে চেন্নাই। নিলামে আরও ২০ জন ক্রিকেটারকে নেওয়ার সুযোগ রয়েছে টুর্নামেন্টের সবচেয়ে সফল দলটির কাছে। সর্বোচ্চ সাত জন বিদেশি ক্রিকেটারকে নিলাম থেকে নিতে পারবেন চেন্নাই কর্তৃপক্ষ।

রিটেইন করা ক্রিকেটারগুলো হলো, রুতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি), মাথিশা পাথিরানা (১৩ কোটি), শিবম দুবে (১২ কোটি), রবীন্দ্র জাদেজা (১৮ কোটি) ও মহেন্দ্র সিং ধোনি (৪ কোটি)।

এই পাঁচজনকে ধরে রাখতে চেন্নাই সুপার কিংসের খরচ হয়েছে ৬৫ কোটি রুপি এবং ৫৫ কোটি নিয়ে নিলামে অংশগ্রহণ করবে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু:
নিলামে দ্বিতীয় সর্বোচ্চ ২২ জন ক্রিকেটার নেওয়ার সুযোগ রয়েছে বেঙ্গালুরুর। কারণ তিনজন ভারতীয় ক্রিকেটারকে আগামী তিন বছরের জন্য রেখে দিয়েছেন আরসিবি কর্তৃপক্ষ। ফলে সর্বোচ্চ আট জন বিদেশি ক্রিকেটারকেই নিলাম থেকে নেওয়ার সুযোগ থাকছে। পাশাপাশি, আরও ১৪ জন ভারতীয় ক্রিকেটারকে দলে নেওয়ার সুযোগ রয়েছে তাদের।

রিটেইন করা ক্রিকেটারগুলো হলো, বিরাট কোহলি (২১ কোটি), রজত পাতিদার (১১ কোটি) এবং যশ দয়াল (৫ কোটি)।

এই তিনজনকে ধরে রাখতে বেঙ্গালুরুর খরচ হয়েছে ৩৭ কোটি রুপি এবং ৮৩ কোটি নিয়ে নিলামে অংশগ্রহণ করবে কোহলির দল।

গুজরাট টাইটান্স:
একজন বিদেশি-সহ পাঁচ জন ক্রিকেটারকে ধরে রেখেছে গুজরাট টাইটান্স। ফলে নিলাম থেকে ২০ জন ক্রিকেটারকে নিতে পারবেন তারা। যেখানে বিদেশি থাকবেন সাতজন।

রিটেইন করা ক্রিকেটারগুলো হলো, রশিদ খান (১৮ কোটি), শুভমান গিল (১৬.৫০ কোটি), সাই সুদর্শন (৮.৫ কোটি), রাহুল তেওয়াতিয়া (৪ কোটি) এবং শাহরুখ খান (৪ কোটি)।

এই পাঁচজনকে ধরে রাখতে গুজরাটের খরচ হয়েছে ৫১ কোটি রুপি এবং ৬৯ কোটি নিয়ে নিলামে অংশগ্রহণ করবে শুভমান গিলের দল।

দিল্লি ক্যাপিটালস:
আইপিএলের নিলাম থেকে ২১ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে দিল্লি। তারা একজন বিদেশি-সহ চারজন ক্রিকেটারকে আগামী তিন বছরের জন্য রেখে দিয়েছে। নিলামে দিল্লি কর্তৃপক্ষ আরও সাতজন বিদেশি ক্রিকেটারকে নেওয়ারও সুযোগ পাবেন। ভারতীয় ক্রিকেটার নিতে পারবেন ১৩ জন।

রিটেইন করা ক্রিকেটারগুলো হলো, অক্ষর প্যাটেল (১৬.৫ কোটি), কুলদীপ যাদব (১৩.২৫ কোটি), ত্রিস্টান স্টাবস (১০ কোটি) ও অভিষেক পোরেল (৪ কোটি)।

এই চারজনকে ধরে রাখতে বেঙ্গালুরুর খরচ হয়েছে ৪৩.৫ কোটি রুপি এবং ৭৬.৫ কোটি নিয়ে নিলামে অংশগ্রহণ করবে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি।

রাজস্থান রয়্যালস:
কলকাতার মতো রাজস্থানও ছয়জন ক্রিকেটারকে রেখে দিয়েছে। যার মধ্যে পাঁচ জন ভারতীয় এবং এক জন বিদেশি। রাজস্থান কর্তৃপক্ষ নিলামে আরও ১৯ জন ক্রিকেটারকে কিনতে পারবেন। তবে সাত জনের বেশি বিদেশি ক্রিকেটারকে নিতে পারবেন না তারা।

রিটেইন করা ক্রিকেটারগুলো হলো, সাঞ্জু স্যামসন (১৮ কোটি), যশস্বী জয়সোয়াল (১৮ কোটি), রিয়ান পরাগ (১৪ কোটি), ধ্রুব জুরেল (১৪ কোটি), শিমরন হেটমায়ার (১১ কোটি) ও সন্দীপ শর্মা (৪ কোটি)।

এই ছয়জন কিনতে রাজস্থানের ব্যয় হয়েছে ৭৯ কোটি রুপি এবং ৪১ কোটি রুপি নিয়ে নিলামে অংশগ্রহণ করবে তারা।

লখনৌ সুপার জায়ান্টস:
গুজরাট টাইটান্সের মতো লখনৌও একজন বিদেশিসহ পাঁচ জন ক্রিকেটারকে রেখে দিয়েছে। ফলে নিলাম থেকে ২০ জন ক্রিকেটারকে নিতে পারবেন তারা। যেখানে বিদেশি থাকবেন সাতজন।

রিটেইন করা ক্রিকেটারগুলো হলো, নিকোলাস পুরান (২১ কোটি), রবি বিষ্ণুই (১১ কোটি), মায়াঙ্ক যাদব (১১ কোটি), মহসীন খান (৪ কোটি) এবং আয়ুষ বাদোনি (৪ কোটি)।

এই পাঁচজনকে ধরে রাখতে লখনৌয়ের খরচ হয়েছে ৫১ কোটি রুপি এবং ৬৯ কোটি নিয়ে নিলামে অংশগ্রহণ করবে তারা।

পাঞ্জাব কিংস:
আইপিএলের ১০টি দলের মধ্যে নিলামে সবচেয়ে বেশি ক্রিকেটার কেনার সুযোগ রয়েছে পাঞ্জাব কিংসের। শুধু দু’জন ভারতীয় ক্রিকেটারকে ধরে রেখেছে তারা। নিলাম থেকে আট জন বিদেশিসহ ২৩ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে প্রীতি জিনতার দল।

রিটেইন করা ক্রিকেটার দুজন হলেন, শশাঙ্ক সিং (৫.৫ কোটি) এবং প্রভসিমরণ সিং (৪ কোটি)।

এই দুই ক্রিকেটারকে দলে নিতে পাঞ্জাবের খরচ হয়েছে ৯.৫ কোটি রুপি। তাই এবারের নিলামে সবচেয়ে বেশি ১১০.৫ কোটি রুপি নিয়ে দল তৈরি করতে বসবে প্রীতি জিনতার দল।

সুতরাং, এবারের আইপিএলের নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলোকে দল গোছাতে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে তা অনেকটাই নিশ্চিত।

Share this news on:

সর্বশেষ

ময়ূরী : সংগ্রামের পথে আলোচিত নাম Jan 02, 2025
img
উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগে গণঅভ্যুত্থানে আহতদের সড়ক অবরোধ Jan 02, 2025
img
অবশেষে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি Jan 02, 2025
img
গোয়েন্দা সংস্থার সুপারিশে ৪৩তম বিসিএসে ২২৭ জন বাদ: জনপ্রশাসন মন্ত্রণালয় Jan 02, 2025
img
ডিসেম্বরে রপ্তানি আয় বেড়েছে ১৭.৭২ শতাংশ Jan 02, 2025
img
বিয়ে করলেন সংগীতশিল্পী আরমান মালিক Jan 02, 2025
img
এলপি গ্যাসের দাম অপরিবর্তিত, কমল অটোগ্যাসের দাম Jan 02, 2025
img
এক ম্যাচে ৭ উইকেট, ইতিহাসের পাতায় তাসকিন Jan 02, 2025
img
রাজনৈতিক তর্ক-বিতর্কে আ.লীগের দুর্বৃত্তায়ন চাপা পড়ে যাচ্ছে : মির্জা ফখরুল Jan 02, 2025
img
বিপিএল টিকিট কাউন্টারে ভাঙচুর করে আগুন দিলো বিক্ষুব্ধ দর্শকরা Jan 02, 2025