শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ‘মন্তব্য নেই’ ভারতের

জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার পাঠানো কূটনৈতিক নোট পাওয়ার তথ্য নিশ্চিত করেছে ভারত।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন। ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণের বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পেয়েছে ভারত।

অবশ্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘এই বিষয়ে নয়াদিল্লির কোনও মন্তব্য নেই।’

নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন, ‘‘আমি নিশ্চিত করছি যে, আমরা আজ বাংলাদেশ হাইকমিশনের কাছ থেকে প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে একটি মৌখিক নোট পেয়েছি। তবে বর্তমানে এই বিষয়ে আমাদের কোনও মন্তব্য নেই।’’

এর আগে সোমবার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে বলেন, ‘আমরা ভারতকে জানিয়েছি। তাকে যে বিচার প্রক্রিয়ার জন্য ফেরত চাওয়া হচ্ছে সেটা জানিয়েছি। কূটনৈতিক পত্রের মাধ্যমে এটা জানানো হয়েছে।’

একই দিনে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে। ওই চুক্তি অনুযায়ী প্রত্যর্পণ হবে।

এর আগে, গত মাসে অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছিলেন, ‘‘ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ চাওয়া হবে। আমাদের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে... আমরা ভারতকেও বলবো, পতিত স্বৈরাচারী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে।”

প্রসঙ্গত, ছাত্র আন্দোলন চলাকালে গত জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

Share this news on:

সর্বশেষ

img
বলিউডের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল মারা গেছেন Dec 23, 2024
img
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ‘মন্তব্য নেই’ ভারতের Dec 23, 2024
img
সোনার দাম কমলো, ভরি ১৩৯৩৩৮ টাকা Dec 23, 2024
img
চাঁদপুরে থেমে থাকা জাহাজে দুর্বৃত্তদের হামলা, নিহত বেড়ে ৭ Dec 23, 2024
img
মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে লাঞ্ছিতের ঘটনায় প্রধান উপদেষ্টার তীব্র নিন্দা Dec 23, 2024
img
শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি Dec 23, 2024
img
বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন Dec 23, 2024
img
স্ত্রী, কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুর্নীতির মামলা Dec 23, 2024
img
শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা Dec 23, 2024
img
চ্যাম্পিয়ন্স ট্রফি: ভারতের বিপক্ষে দুবাইতে, পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে খেলবে বাংলাদেশ Dec 23, 2024