পরিস্থিতি উন্নয়নে সংস্কারের মাধ্যমে পরিবর্তন আনা হবে : অর্থ উপদেষ্টা
Times Mojo Desk 01:49PM, Jan 07, 2025
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি উন্নয়নের জন্য সংস্কার মাধ্যমে পরিবর্তন আনা হবে। পুঁজিবাজারের সংকট মোকাবিলায় নতুন কোনো নীতিমালা গ্রহণ করা হবে না বলেও জানান তিনি।
আজ মঙ্গলবার (৭ই জানুয়ারি) রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে পুঁজিবাজারে ভালো কম্পানিকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, নতুন নীতিমালার মাধ্যমে কোনো পক্ষকে সুবিধা দেওয়া হবে না, বরং অংশীজনদের সুবিধা ও অসুবিধা অনুযায়ী পুঁজিবাজার সংস্কারের মাধ্যমে উন্নতি আনা হবে।
এ সময় পুঁজিবাজারের সংস্কারের মাধ্যমে তাৎক্ষণিক, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা।