শাস্তি কমলো ভিনিসিয়ুসের

লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার কথা ছিল রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের। তবে শাস্তি কমে গেল ব্রাজিলিয়ান এ তারকার। চার ম্যাচের জায়গায় দুই ম্যাচের নিষেধাজ্ঞা পাচ্ছেন তিনি।  

শুক্রবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ২-১ গোলের জয়ে সরাসরি লাল কার্ড পাওয়ায় রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) তাকে এই শাস্তি প্রদান করেছে।

ভ্যালেন্সিয়ার গোলরক্ষক স্তোলে দিমিত্রিয়েভস্কিকে আঘাত করার অভিযোগে ৭৯তম মিনিটে ভিনিসিয়ুস লাল কার্ড পান। এর পর রিয়াল মাদ্রিদের জন্য নাটকীয় প্রত্যাবর্তনের সূচনা করেন বদলি খেলোয়াড় লুকা মডরিচ। ৮৫তম মিনিটে মডরিচ গোল করে সমতা ফেরান এবং অতিরিক্ত সময়ে জুড বেলিংহাম জয়সূচক গোল করেন।

ঘটনার পর রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি মন্তব্য করেন, ভিনিসিয়ুসের লাল কার্ডটি সঠিক ছিল না এবং তারা এ বিষয়ে আপিল করবেন। অন্যদিকে, ভিনিসিয়ুস নিজেও ম্যাচ শেষে তার আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন। লাল কার্ড দেখানোর পর ক্ষিপ্ত ভিনিসিয়ুসকে রেফারি সিজার সোটো গ্রাদোর দিকে এগোতে বাধা দেন সতীর্থ অ্যান্তোনিও রুডিগার ও গোলরক্ষক কোচ লুইস লোপিস।

বৃহস্পতিবার সৌদি আরবের রিয়াদে মালোর্কার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে খেলতে পারবেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে লা লিগায় তিনি পরবর্তী দুটি ম্যাচে, লাস পালমাস এবং রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে, খেলতে পারবেন না।
এই শাস্তি ভিনিসিয়ুসের জন্য এক বড় ধাক্কা হলেও সুপার কাপে তার উপস্থিতি রিয়াল মাদ্রিদের জন্য আশার খবর। 

Share this news on: