অবশেষে চ্যাম্পিয়নস ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে রাখা হয়নি সাকিব আল হাসান ও লিটন দাসকে।
আজ রবিবার (১২ই জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার পর মিরপুর শের-ই-বাংলার সংবাদ সম্মেলন রুমে নির্বাচক প্যানেলের প্রধান গাজী আশরাফ হোসেন লিপু ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন। দলের অধিনায়ক হিসেবে বহাল আছেন নাজমুল হোসেন শান্ত।
অবসরের ঘোষণা দেওয়ায় তামিম ইকবালের জন্য অপেক্ষাটা ফুরিয়েছিল গত শুক্রবার। তাই সবার চোখ ছিল সাকিব আল হাসানের দিকে। তিনি গতকাল রাতেই বোলিং অ্যাকশন পরীক্ষার ফল পেয়েছেন। সেখানে উত্তীর্ণ না হওয়ায় আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই অভিজ্ঞ তারকাকেই যে বাংলাদেশ পাচ্ছে না সেটি নিশ্চিত হয়ে যায়।
অন্যদিকে, ব্যাট হাতে লিটন দাস খারাপ সময় পাড় করছিলেন বেশ কিছুদিন ধরে। তাই দল থেকে তার বাদ পড়ার গুঞ্জন ছিল। হলোও তাই। চ্যাম্পিয়নস ট্রফির ১৫ সদস্যের স্কোয়াডে নেই তিনিও।
ইনজুরির কারণে সবশেষ ওয়ানডে সিরিজে খেলতে না পারা মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয় স্কোয়াডে ফিরেছেন।
অধিনায়ক শান্ত তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে চেয়েছিলেন। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইচ্ছা না থাকায় তামিম আগেই অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন। সাকিবের বিভিন্ন ইস্যু থাকায় খেলার সুযোগ হচ্ছে না।
চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে আগামী ১৯ ফেব্রুয়ারি, যা চলবে ৯ মার্চ পর্যন্ত। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করবে।
লিটন বাদ পড়ায় দলে জায়গা মিলেছে ওপেনার পারভেজ হোসেন ইমনের। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে স্কোয়াডে থাকলেও তেমন সুযোগ পাননি তিনি। একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে করেছিলেন ৩৯ রান। এই তরুণ তুর্কি এবার বড় মঞ্চে খেলার সুযোগ পেলেন। দলে আছেন ইনজুরির কারণে চলতি বিপিএলে এখনও খেলতে না পারা সৌম্য সরকারও।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।