চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটনের না থাকার কারণ জানালো বিসিবি

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এ দলে রাখা হয়নি সাকিব আল হাসান এবং লিটন কুমার দাসকে। লিটনের পরিবর্তে দলে রাখা হয়েছে পারভেজ হোসেন ইমনকে।

কী কারণে লিটন দাসকে দলে রাখা হয়নি তার কারণ জানালো বিসিবি। বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন ওয়ানডে ক্রিকেটে পারফর্ম করতে ব্যর্থ হওয়ায় দল থেকে বাদ পড়েছেন লিটন। মূলত তার প্রতি দলের আস্থার জায়গাটা খুঁজে পাননি প্রধান নির্বাচক।

লিপু বলেন, ‘রানের তীব্র খরায় ভুগছে লিটন। আউটের ধরনগুলো একই রকম। ক্রিকেটের প্রত্যেকটা ফরমেটেই বিশেষ করে সাদা বলে পাওয়ারপ্লের সময়ে যে সুযোগটা নেওয়ার দরকার, সেখানে আপনি দেখবেন যে ওয়েস্ট ইন্ডিজের যেখানে আমরা তিনশোর কাছাকাছি রান করেছি। স্ট্রাইকরেট দেখেন যে ভালো করতে পারছে না। প্রেশার চলে আসছে তার পার্টনারের উপর।’

লিটন কুমার দাসের ওপর আস্থার কথাও জানিয়েছেন লিপু ‘তারপরও আমরা তার উপর আস্থা রেখেছিলাম। সাদা বলের ক্রিকেটে তাকে আমরা অনেক ম্যাচ খেলিয়েছি। এর আগে শ্রীলঙ্কার সময় সিরিজে একটা সিরিজে তাকে শেষ ম্যাচে দলে রাখিনি। অনেক সময় একটা ক্রিকেটারকে আস্থার জায়গা থেকে সিলেক্ট হয়।’ 

উল্লেখ্য ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। সবশেষ ২০১৭ সালে মাঠে গড়িয়েছিল সেরা আট দল নিয়ে গঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি। 

Share this news on: