সম্প্রতি মুক্তি পেয়েছে সঙ্গীত শিল্পী নাসা'র বায়না গান। সুর করার পাশাপাশি গানটি লিখেছেন তিনি। মিউজিক করেছেন শুভ্র রাহা। গোপাল রয় এর কোরিওগ্রাফিতে আজরাফের সঙ্গে গানে অভিনয়ে দেখা গেছে শিল্পী নাসাকে। গানটি পরিচালনা করেছেন নাসিমুল মুরসালিন সাক্ষর।
নাসার জন্ম ও বেড়ে উঠা ঢাকায়। মায়ের সাপোর্টে এই অঙ্গণে নাসার শক্ত অবস্থান তৈরী হলেও ছোট বেলা তিনি চেয়েছিলেন এয়ার ফোর্স কিংবা হকি প্লেয়ার হতে।
এ প্রসঙ্গে নাসা বলেন, ছোট বেলায় অনেকেরই পাঁচ মিশালী স্বপ্ন থাকলেও যখন বুঝতে শিখেছি তখন থেকে শিল্পী হবার চেষ্টা করেছি। সামনে আরও ইন্টারন্যাশনালভাবে নিজেকে প্রস্তুত করতে চান তিনি। নাসার বেশির ভাগ গান শোনা হয় আমেরিকান আরএনবি-পপ জনরার গান। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে আইয়ূব বাচ্চুর গান গাইতে বেশ পছন্দ তার। কিন্তু ছোট বেলায় সুযোগ পেলেই তিনি রুনা লায়লার গান শুনতেন বলেও জানিয়েন পাওয়ার ভয়েস এর সেরা ৩২ এ থাকা নাসা।
তিনি আরও বলেন, মাঝপথে গান ছেড়ে দিতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত গানই ধ্যান-জ্ঞান হয়ে দাড়িয়েছে। বর্তমানে তিনি শিল্পী পছন্দের তালিকায় রেখেছেন সুনিধি চৌহানকে। কারণ এই শিল্পীর সকল গান পছন্দের তালিয়া রয়েছেন। সর্বশেষ জানা গেছে নাসার ইতিমধ্যে নিজের লিখা ও সুরে ৩টি গান মুক্তি পেয়েছে, সঙ্গে ১০-১২ গান রয়েছে তার। ফাগুন আসছে, ফুল ফোটাব, থেমে যাক সময়, কাক ও কোকিল, টাকশাল, রাত বাকি ইত্যাদি উল্লেখ্যযোগ্য এ গানসহ 'ব্লাক ওয়্যার' সিনেমায় চালাও গুলি নামে গান করেছেন বলে জানান তিনি।
এছাড়াও নাসা অফিশিয়াল বিডি ( nashaofficialbd ) নামে ইউটিউব চ্যানেল থেকে সামনে একাধিক গানের কথাও জানান দেন তিনি।