আমৃত্যু কারাদণ্ডের সাজা পেলেন ভারতে লোমহর্ষক ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। পশ্চিমবঙ্গের কলকাতায় আর জি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনা আলোড়ন তোলে পুরো বিশ্বে। অভিযুক্তের মৃত্যুদণ্ড ও চিকিৎসকদের নিরাপত্তা দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে গোটা ভারত। তাতে সমর্থন দেয় প্রতিবেশী বাংলাদেশ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কাও।
স্থানীয় সময় সোমবার আলোচিত এ মামলার রায় দেয় কলকাতার শিয়ালদহ আদালত। অভিযুক্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার রূপি জরিমানা করা হয়। সেই সঙ্গে নিহতের পরিবারকে ১৭ লাখ রূপি ক্ষতিপূরণ দিতে রাজ্য সরকারকে নির্দেশ দেয় আদালত।
নিহত চিকিৎসকের আইনজীবী জানান, অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার তথ্য-প্রমাণ মিলেছে। সিভিক ভলান্টিয়ার হিসেবে আর জি কর হাসপাতালে তার নিয়মিত যাতায়াত ছিল। আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে।
মামলার বিচারক বলেন, ‘চিকিৎসকের মৃত্যু সমাজের সবচেয়ে বড় ক্ষতি। এমন নৃশংসতার শিকার আর কেউ না হোক।’ অন্যদিকে, ভারতে ঘটে যাওয়া বেশ কয়েকটি ধর্ষণ মামলার উদাহরণ টেনে সঞ্জয়ের আইনজীবী জানান, অতীতের কোনো ঘটনাতেই অভিযুক্তের মৃত্যুদণ্ড হয়নি। সঞ্জয়কেও সংশোধনের সুযোগ দিতে হবে। নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন সঞ্জয়ও। তাকে ফাঁসানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। জানান, রায়ের বিরুদ্ধে আপিল করতে হাইকোর্টের শরণাপন্ন হবেন তিনি।
এদিকে সঞ্জয়ের সাজায় সন্তুষ্ট নয় নির্যাতিতার পরিবার। সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের পরিবর্তে সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ড দেয়ায় কান্নায় ভেঙ্গে পড়েন তারা। জানান, তারা কোনো জরিমানা বা আর্থিক সহায়তা নেবেন না।
টিএ/