ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে গ্রেপ্তার হলেন আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার। তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক। ১ ফেব্রুয়ারি কমিউনিটি সেন্টার থেকে তাকে আটক করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। একই দিনে কুড়িগ্রামে গ্রেপ্তার হয়েছেন কুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগের আরেক নেত্রী আহমেদ নাজমীন সুলতানা।
চট্টগ্রাম নগরীর টাইগার পাস এলাকায় নেভি কনভেনশন হলে বিয়ের অনুষ্ঠান চলছিলো। ওই অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারি ও সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি উপস্থিত থাকার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এমন খবর শুনে সেখানে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
পরে রাত ৯টার দিকে কিছু যুবক কনভেনশন সেন্টারের বাইরে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে তারা ফখরুল আনোয়ারকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে ফখরুল আনোয়ারকে আটক করে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে। ফখরুল আনোয়ারকে খুলশী থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে তা যাচাই-বাছাই করা হচ্ছে।
অন্য দিকে কুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য আহমেদ নাজমীন সুলতানা। ১ ফেব্রুয়ারি রাতে জেলার পুরাতন শহরের মোক্তারপাড়া গ্রামের নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।
কুড়িগ্রাম সদর থানা বিষয়টি নিশ্চিত করেছে। নাজমীন সুলতানা নবম জাতীয় সংসদ মেয়াদে কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। এমপি থাকাকালে তার অনুকূলে বিভিন্ন সরকারি বরাদ্দ টাকার বিনিময়ে বিক্রির অভিযোগ রয়েছে।
টিএ/