বিপিএল শেষ না হতেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু

শুক্রবার রাতে শেষ হয়েছে বিপিএল। তবে বিপিএল শেষ হলেও বিশ্রাম নেই জাতীয় দলের ক্রিকেটারদের। এরই মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে নেমে গেছে বাংলাদেশ দল। শনিবার দুপুরে অনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলন শুরু হয়েছে। যারা আগের রাতে ফাইনাল খেলেছেন তারা কেউ ছিলেন না অনুশীলনে।

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসটি।

অনুশীলনের জন্য বিকেএসপির পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেননি সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। ফাইনালে ওঠা দুদলের ক্রিকেটারদের একদিন বিশ্রাম দেওয়া হয়েছে।

ফাইনালে উঠতে না পারা দলগুলোর ক্রিকেটাররা দুদিন ধরে ফিটনেস টেস্ট দিয়েছেন। শনিবার কাকডাকা ভোরেও ছিল ফিটনেস টেস্ট। দুপুরে মিরপুর একাডেমিতে অনুশীলন করেছেন পাঁচ ক্রিকেটার-তানজিদ হাসান, সৌম্য সরকার, জাকের আলী, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান।

এদিকে বিপিএলের মধ্যে ঢাকায় আসেন প্রধান কোচ ফিল সিমন্স। তিনি কাল অনুশীলন পরিচালনা করেছেন। সঙ্গে ছিলেন সালাহউদ্দিন ও স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। ডেভিড হেম্প না থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যাটিং বিভাগ সালাহউদ্দিনকে দেখতে হবে।

বিপিএলের মধ্যে তিনি নাজমুল হোসেন শান্তকে নিয়ে কাজ করেছেন। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অনুশীলন চলবে। পরের দিন দুবাইয়ে উড়াল দেবে বাংলাদেশ দল। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশের। ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের সঙ্গে গ্রুপপর্বের বাকি দুটি ম্যাচ খেলবেন নাজমুল হোসেন শান্তরা। দুটি ম্যাচই পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে।

টিএ/

Share this news on: