ফরচুন বরিশালে শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বিপিএলের একাদশ আসর। টানটান উত্তেজনা আর রেকর্ডের এবারের বিপিএল দেখেছে অবিশ্বাস্য রান উৎসব।
জমজমাট এ আসর শেষে ক্রিকইনফো প্রকাশ করেছে বিপিএলের সেরা একাদশ। আসুন, দেখে নেওয়া যাক কারা জায়গা পেয়েছেন এই দলে!
ইএসপিএনক্রিকইনফোর একাদশে পাঁচ ব্যাটার, দুই অলরাউন্ডার ও এক স্পিনারের সঙ্গে রয়েছেন তিন পেসারও।
এই একাদশের অধিনায়ক তামিম। ওপেনিংয়ে তার সঙ্গে রায়েছেন খুলনা টাইগার্সের বাঁহাতি ব্যাটার নাঈম শেখ। ৫১১ রান করে এবারের বিপিএলের সেরা রান সংগ্রাহকও এই ওপেনার। আর তামিমও আছেন সেরা চার রান সংগ্রাহকেদের মধ্যে। এই নিয়ে ষষ্ঠবারের মতো ক্রিকইনফোর বিপিএলের সেরা একাদশে জায়গা পেলেন তিনি।
তিনে রয়েছেন সিলেট স্ট্রাইকার্সের বাঁহাতি ব্যাটার জাকির হাসান। চিটাগাং কিংসের গ্রাহাম ক্লার্ককে রাখা হয়েছে চার নম্বরে। অলরাউন্ডার হিসেবে রংপুর রাইডার্সের খুশদিল শাহ আছেন পাঁচে।
সদ্যসমাপ্ত আসরে স্পিনারের মধ্যে তিনি ছিলেন সর্বোচ্চ উইকেটশিকারি। উইকেটরক্ষক হিসেবে ছয়ে রয়েছেন খুলনা টাইগার্সের মাহিদুল ইসলাম অঙ্কন।
সাতে থাকা বরিশালের পাকিস্তানি পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ। চিটাগংয়ের রহস্য স্পিনার আলিস আল ইসলাম রয়েছেন আট নম্বরে।
৯ নম্বরে রাখা হয়েছে দুর্বার রাজশাহীর তারকা পেসার তাসকিন আহমেদকে।
এবারের বিপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। চিটাগংয়ের ডানহাতি পেসার খালেদ আহমেদ আছেন দশে। ১১ নম্বরে থাকা রংপুরের বাঁহাতি পাকিস্তানি পেসার আকিফ জাভেদ।
ইএসপিএনক্রিকইনফো একাদশ :
তামিম ইকবাল (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, জাকির হাসান, গ্রাহাম ক্লার্ক, খুশদিল শাহ, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, আলিস আল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ ও আকিফ জাভেদ।
টিএ/