রিহ্যাবে আছেন জসপ্রিত বুমরাহ। তবে সেটি মাদক নিরাময় কেন্দ্রে নয়। চিকিৎসকদের পরামর্শে নিজেকে ফিট করে তোলার জন্য সময় কাটাচ্ছেন ভারতের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে।
বর্ডার গাভাস্কার ট্রফির ম্যাচে ইনজুরিতে পড়ে দীর্ঘ দিন ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে রাখেন বুমরাহ। এরপর চিকিৎসকদের পরামর্শে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব শুরু করেন। কারণ ভারতীয় ক্রিকেট বোর্ড বুমরাহকে নিয়ে ধীরে চলো নীতির সিদ্ধান্ত নিয়েছে। মূলত চ্যাম্পিয়নস ট্রফিতে বুমরাহকে খেলাতে এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
জানা গেছে, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে হালকা শারীরিক কসরত শুরু করেছেন বুমরাহ। শর্ট রান-আপে নেটে বলও করছেন প্রতিনিয়ত। তবে শরীরের উপর পুরো জোর দিচ্ছেন না তিনি। কারণ অস্ত্রোপচার ছাড়াই সুস্থ হয়ে ওঠতে চাই বুমরাহ। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, ২০২৩ সালের বিশ্বকাপে হার্দিক পান্ডিয়া এবং শুভমন গিলকে নিয়ে বোর্ড যে ভাবে কাজ করেছিলো, সেই একই ভাবে বুমরাহকে নিয়ে কাজ করছে তারা।
বোর্ডের ওই কর্মকর্তা আরো জানান, যদি বুমরাহের ১ শতাংশও খেলার সম্ভাবনা থাকে, তাহলে বোর্ড তাঁর জন্য অপেক্ষা করবে। ২৩ বিশ্বকাপে চোট পাওয়া হার্দিকের পরিবর্তে প্রসিদ্ধ কৃষ্ণের নাম ঘোষণার আগে দু’সপ্তাহ অপেক্ষা করেছিলো ভারতীয় ক্রিকেট বোর্ড । বিশ্বকাপের আগে শুভমন যখন অসুস্থ হয়েছিলো, তখনও তাঁর বিকল্প ঘোষণা করা হয়নি। বুমরাহের ক্ষেত্রেও একই পথে হাঁটতে চাইছে বোর্ড।
১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ১২ ফেব্রুয়ারির মধ্যে প্রত্যেকটি দলকে চূড়ান্ত দল ঘোষণা করতে হবে । চোটের কারণে যদি কোন ক্রিকেটার বাদ পড়ে তাহলে দলে পরিবর্তন আনা যাবে। এই সুযোগটাই নিতে চাচ্ছে ভারতীয় বোর্ড । এই সময়ের মধ্যে বুমরাহকে সুস্থ করে তোলার চেষ্টা করবেন তারা।
টিএ/