চোখের পানি মুছতে মুছতে ড্রেসিং রুমের দিকে ছুটছেন সৌম্য। না, স্টাম্প উড়ে যায়নি বা শুন্যে রানেও ফিরে যাচ্ছে না। ফেরার কারণটা অবশ্য চেনা পরিচিত সেই হাতের চোট।
৮ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলন শুরু করেছে নাজমুল হোসেন শান্ত’র নেতৃত্বাধীন বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় সোমবার মিরপুরে অনুশীলনে নামেন ক্রিকেটাররা। সেখানেই নতুন করে চোটে পড়েছেন সৌম্য। সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলনের সময় পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর একটি বল তার ডান হাতের আঙুলে আঘাত করে। সঙ্গে সঙ্গেই ব্যথায় মাঠে লুটিয়ে পড়েন সৌম্য।
পরবর্তীতে বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলামের প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। কিছুক্ষণ বাদে সৌম্য সোজা হাঁটা ধরেন ড্রেসিংরুমের দিকে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সৌম্যের এমন আঘাত নিশ্চিতভাবে চিন্তা বাড়াবে বাংলাদেশের। কেননা এই ডান হাতের আঙুলের ইনজুরি থেকেই সেরে উঠার পরই তিনি মাঠে নেমেছিলেন। যদিও তার নতুন এই চোট কতটা গুরুতর সেটি এখনও জানা যায়নি।
সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার চোটে পড়েছেন সৌম্য সরকার। চোটের কারণে বিপিএলেও শুরুর দিকের বেশিরভাগ ম্যাচে অনুপস্থিত ছিলেন এই ওপেনার। তবুও তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া নিয়ে আশাবাদী ছিলেন নির্বাচকরা। সে কারণে তাকে রেখেই টাইগারদের স্কোয়াড সাজানো হয়েছিল। তবে আইসিসির এই মেগা টুর্নামেন্টের অনুশীলন শুরু হতেই ফের চোটে পড়েছেন সৌম্য সরকার।
টিএ/