ইসরায়েলি জিম্মিদের শনিবারের মধ্যে মুক্তি না দিলে, যুদ্ধবিরতি বাতিল করা উচিত: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরের মধ্যে গাজা উপত্যকায় আটক সব জিম্মিকে ফিরিয়ে না দিলে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করা উচিত।


সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।


ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে সোমবার দেশটির পরবর্তী ধাপের জিম্মিদের মুক্তি দিতে অনির্দিষ্টকালের জন্য দেরি করার ঘোষণা দিয়েছে হামাস। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে সোমবার দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেওয়া হয়। এরপরই মূলত এই মন্তব্য করলেন ট্রাম্প।


হামাসের এ সিদ্ধান্তকে ভয়ানক হিসাবে আখ্যা দিয়ে ট্রাম্প জানান, যুদ্ধবিরতি নিয়ে কী হবে সেই সিদ্ধান্ত ইসরায়েলের হাতেই ছেড়ে দিতে চাই। 

তিনি বলেন, যদি শনিবার ১২টার মধ্যে সব জিম্মিকে ফেরত না দেওয়া হয়, তাহলে যুদ্ধবিরতি বাতিল করুন। এ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কথা বলার সম্ভাবনা রয়েছেও বলে জানান ট্রাম্প।

টিএ/


Share this news on: