টুর্নামেন্টটা আর্জেন্টিনা শুরু করেছিল ব্রাজিলকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে। তবে সময় যত গড়িয়েছে, আর্জেন্টিনা যেন ততটাই ঝিমিয়ে পড়েছে। ওদিকে ব্রাজিল পাল্লা দিয়ে এগিয়েছে। এবার দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে সে আকাশি-সাদাদের পেছনেই ফেলে দিয়েছে সেলেসাও যুবারা।
চূড়ান্ত পর্বে এসে এখন ভিন্ন রূপেই দেখা যাচ্ছে ব্রাজিলকে। দারুণ নৈপুণ্য দেখিয়ে টানা তিন ম্যাচ জিতেছে তারা।এখন চূড়ান্ত পর্বে সবার ওপরেও অবস্থান করছে ব্রাজিলের যুবারা।
তিন ম্যাচ শেষে চূড়ান্ত পর্বে ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলেরই পয়েন্ট ৯। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থেকে বর্তমানে শীর্ষে আছে ব্রাজিল। এই প্রতিযোগিতার শুরুতে শিরোপার অন্যতম দাবিদার ভাবা হচ্ছিল কলম্বিয়াকে। কিন্তু চূড়ান্ত পর্বে এসে ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলের কাছেই হেরে দেশে ফিরতে হয় তাদের কে।
সব মিলিয়ে শিরোপা লড়াইটা এখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যেই সীমিত হয়ে পড়েছে। ১৪ ফেব্রুয়ারি সকালে চূড়ান্ত পর্বের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। সেই ম্যাচ দিয়েই হয়তো মীমাংসা হবে শিরোপার।