জেলার মোংলা উপজেলায় সুন্দরবনের নলিয়ানে ২৮ কেজি হরিণের মাংস জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
আজ শুক্রবার (১৪ মার্চ) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
হরিণ শিকারের দায়ে আটককৃত মো. ইয়াসিন গাজি (২৭) খুলনা জেলার দাকোপ উপজেলার বাসিন্দা।
বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ৯ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবন সংলগ্ন নলিয়ানের বালুর মাঠ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ২৮ কেজি হরিণের মাংস-সহ এক ব্যক্তিকে আটক করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হড্ডা ফরেস্ট অফিস এর নিকট হস্তান্তর করা হয়।
এসএম/টিএ