অভিযোগময় বিপিএলে এবার ছড়িয়েছে গুজব। পেমেন্ট ইস্যু এবং ভুয়া বিমানের টিকিটের কারণে টুর্নামেন্ট শেষ হওয়ার ৪ দিন পরেও ঢাকা ছাড়তে পারেনি পাকিস্তানি ক্রিকেটার। এমনই সব গুজব ছড়িয়েছে পাকিস্তানি গনমাধ্যম গুলোতে।
বিপিএল শেষ, তবে থামছেই না এর আলোচনা-সমালচনা। যেই পেমেন্ট ইস্যু নিয়ে সরগরম ছিলো পুরো আসর। সেই পেমেন্ট ইস্যুরই আরেক শিকার চিটাগাং কিংসের খাজা নাফে।
সম্প্রতি পাকিস্তানের এক গনমাধ্যম কর্মী নাফেকে নিয়ে পোস্ট করেছেন। পোস্টে তিনি লিখেন, চিটাগং কিংসের ওপেনার খাজা নাফেকে দেওয়া হয়নি তাঁর প্রাপ্ত পারিশ্রমিক। সেই সাথে ভুয়া বিমানের টিকিটের কারণে ঢাকা ছাড়তে পারেননি নাফে।
তবে এই বিষয় নিয়ে মুখ খুলেছেন নাফে। তিনি জানান, সম্প্রতি তাকে নিয়ে হওয়া সংবাদটি সম্পূর্ন ভুয়া। কেন এমন ফেক নিউজ করা হয়েছে তিনি জানেন না।
নাফে আরো জানান, তাঁর প্রাপ্ত পারিশ্রমিক তিনি পেয়েছেন। এবং তিনি এখনো টিম হোটেলেই অবস্থান করছেন।
টিএ/