দুবাইয়ে চালু হয়েছে অভিনব ‘রেল বাস’। সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে চালু হওয়া এই রেল বাস ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে চলতে পারবে। দুবাই রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি –আরটিএর এই বাস এক বারে ৪০ জন যাত্রী বহন করতে পারবে।
গালফ নিউজ জানিয়েছে, রেল বাস এক ধরণের হালকা রেলযান। যাত্রী পরিবহনের জন্য বিশেষভাবে এটির নকশা করা হয়েছে। পরিবেশবান্ধব ও উদ্ভাবনী এই পরিবহন ব্যবস্থা বিদ্যমান বিকল্পগুলোর তুলনায় বেশি কার্যকর এবং কম খরচে পরিচালিত হবে।
২০২৪ সালের জানুয়ারিতে আরটিএ আমেরিকান কোম্পানি রেল বাস ইনকর্পোরেটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল। দুবাই ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট ফোরামে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই ব্যবস্থায় রেল-যান এমন এক ব্রিজের ওপর দিয়ে চলবে, যা সৌর প্যানেল দ্বারা বিদ্যুৎ উৎপাদন করে পরিবহন ব্যবস্থাকে সচল রাখবে।
দুবাইয়ের আরটিএ কর্তৃপক্ষ একই সঙ্গে যুক্তরাজ্যের আরবান-মাস কোম্পানির সঙ্গেও আরেকটি সমঝোতা স্বাক্ষর করেছিল। এই সমঝোতার আওতায় ফ্লক ডুয়ো রেল ব্যবস্থা উন্নয়নের সম্ভাবনা যাচাই করা হবে। ফ্লক ডুয়ো রেল হলো—একটি ডাবল ট্র্যাক ব্যবস্থা, যা দ্রুত ও কার্যকর পরিবহন নিশ্চিত করবে।
টিএ/