টিকটক না পেয়ে ওপেনএআইয়ে নজর মাস্কের, কিনতে চান ৯৭ বিলিয়ন ডলারে

টিকটকের পর এবার ওপেন এআই কেনার প্রস্তাব দিলেন ইলন মাস্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্রতিষ্ঠানটি কিনতে ৯৭ দশমিক ৪ বিলিয়ন ডলার সাধছেন মাস্ক। যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ১১ দশমিক ২ ট্রিলিয়ন টাকা।

ওপেন এআইয়ের সিইও স্যাম অল্টম্যানের সঙ্গে চলমান দ্বন্দ্বের কারণেই মাস্ক এমন প্রস্তাব দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। দ্রুত কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদায় শীর্ষস্থানে উঠে আসা ওপেন ওআইকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হওয়া ঠেকাতে নতুন কৌশল হাতে নিয়েছেন ট্রাম্পের এই ঘনিষ্ঠমিত্র।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে দুই টেক জায়ান্টের এই শীতল লড়াই। ইলন মাস্কের প্রস্তাবকে প্রকাশ্যে ফিরিয়ে দিয়েছেন স্যাম অল্টম্যান। মাস্ককে ইঙ্গিত করে এক্সে নিজের হ্যান্ডেলে অল্টম্যান লিখেছেন, ‘ওপেন এআই নয় বরং আপনি রাজি থাকলে আমরা ৯.৭৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নিতে চাই।’

তার এমন পোস্ট নজরে আসে নেটিজেনদের। পোস্টের কমেন্টে কেউ মাস্ককে উচ্চাভিলাষী কেউ বা আবার পাগলাটে বলছেন। অনেকে বলছেন, ট্রাম্পের সান্নিধ্য মাস্ককে আচমকা সিদ্ধান্ত নিতে প্রভাবিত করছে। তিনিও ধীরে ধীরে দ্বিতীয় ট্রাম্পে পরিণত হচ্ছেন। ওপেন এআই কিনতে চাওয়ার মাধ্যমে অল্টম্যানের সঙ্গে মাস্কের চলমান উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার শঙ্কা জানিয়েছেন অনেকে।

২০১৫ সালে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ওপেন এআই গঠনে স্যাম অল্টম্যানকে সহযোগিতা করেন মাস্ক। তবে প্রতিষ্ঠানটি সফল হওয়ার আগেই মাস্ক সেখান থেকে সরে আসেন। ওপেন এআইকে টেক্কা দিতে ২০২৩ সালে ‘এক্সএআই’ নামক প্রতিযোগিতামূলক এআই স্টার্টআপ শুরু করেন বিশ্ব ধনকুবের মাস্ক।

মাস্ক বর্তমানে টেসলার প্রধান নির্বাহী এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এর মালিক। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত মাস্ক, গত নির্বাচনে ট্রাম্পের পক্ষে বিপুল পরিমাণ অর্থ খরচ করেন। নির্বাচনে জয়ের পর মাস্ককে ‘ডিপার্টমেন্ট অব গভমেন্ট ইফিশিয়েন্সি’র দায়িত্ব দেন ট্রাম্প।

সম্প্রতি তিনি হোয়াইট হাউসে ট্রাম্পের ওপেন এআই নিয়ে ঘোষিত ৫০০ বিলিয়ন ডলারের সমালোচনা করেছেন। এর পরপরই ওপেন এআই জানায় তাদের অলাভজনক প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা হবে। আর সে কাজে প্রয়োজন বিপুল মূলধন। উন্নত মডেল তৈরিতে সরকারি প্রণোদনারও আশা করেন স্যাম অল্টম্যান। তার বিরোধিতা করতেই মাস্ক ওপেন এআই কিনে নেয়ার প্রস্তাব দিয়েছেন বলে মন্তব্য করেছেন অল্টম্যান।

টিএ/

Share this news on: