পাকিস্তানের মডেল দুয়া জাহরার ক্রাশের নাম বাবর আজম। পাকিস্তানের এই ব্যাটিং তারকাকে ভীষণ পছন্দ দুয়ার। তাঁর হৃদয়ের বিশেষ জায়গাটি যে বাবর আজমের জন্য সংরক্ষিত, সেটাই জানিয়ে দিয়েছেন তিনি। পাকিস্তানি টক শো ‘দ্য নাইট শো উইথ আয়াজ সামু’-তে হাজির হয়ে অকপটে স্বীকার করলেন, বাবরের প্রতি তাঁর দুর্বলতা প্রবল। কেউ যদি বাবরকে নিয়ে মজা করে, সেটা তিনি একদমই মেনে নিতে পারেন না!
পাকিস্তানের উঠতি অভিনেত্রী, মডেল ও সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার দুয়া জাহরা । ২৬ বছর বয়সী এ সেলেব্রিটির কাছে জানতে চাওয়া হয়েছিল, এমন কোনো ক্রিকেটার আছেন, যিনি আপনার ক্রাশ? দুয়ার উত্তর, ‘হ্যাঁ। একজনই আছেন, বাবর আজম। তাকে আমার অনেক বেশি ভালো লাগে এবং লোকে তাকে নিয়ে ঠাট্টা করলে সেটা আমার ভালো লাগে না। কেউ তাকে নিয়ে বাজে কথা বললে সহ্য হয় না; মনে হয় হৃদয়টা ছিঁড়েখুঁড়ে গেলো।
বাবরকে দুয়ার কত ভালো লাগে, সেটা বোঝা যায় তাঁর আরেক মন্তব্যে। জানতে চাওয়া হয়েছিল, আর কোনো ক্রিকেটারকে তাঁর ভালো লাগে কি না? দুয়ার সোজাসাপ্টা উত্তর, ‘আর কোনো ক্রিকেটারকে আমি পছন্দ করি না।’
ইনস্টাগ্রামে ৩ লাখ ৫১ হাজার অনুসারী দুয়ার। ক্রিকেট তাঁর খুব পছন্দের খেলা। জানিয়েছেন, জীবনসঙ্গীকেও ক্রিকেট পছন্দ করতে হবে। বাবরকে নিয়ে তাঁর এই মন্তব্য প্রকাশ হওয়ার পরপরই তা ভাইরাল হয়েছে।
বাবরের সামনে এখন চ্যাম্পিয়নস ট্রফির চ্যালেঞ্জ। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আট দলের এই টুর্নামেন্ট। করাচিতে উদ্বোধনী দিনে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান। ‘এ’ গ্রুপে পাকিস্তানের তিন প্রতিদ্বন্দ্বী ভারত, নিউজিল্যান্ড ও বাংলাদেশ।
টিএ/