গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলা ও মহানগর থেকে ৪৮ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে মহানগর থেকে ৪০ জন ও জেলা থেকে ৮ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) রাতে গাজীপুর মহানগরীর সদর থানায় ৯ জন, বাসন ৭ জন , কোনাবাড়ী ৪ জন, গাছা ৫ জন, পূবাইল ৩ জন, কাশিমপুর একজন, টঙ্গী পূর্ব ৩ জন, টঙ্গী পশ্চিম ৪ জন ও ডিবি থেকে ৪ জনসহ মোট ৪০ জনকে আটক করা হয়েছে। অপরদিকে গাজীপুর জেলা পুলিশ ৫টি থানায় ৮ জনকে আটক করেছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (বিশেষ শাখা) আলমগীর হোসেন জানান, মেট্রোপলিটনের ৮টি থানায় অভিযান চালিয়ে নতুন করে ৪০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গাজীপুর জেলা পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, ডেভিল হান্ট অভিযানে অব্যাহত রয়েছে। প্রতিদিনই আটক করা হচ্ছে। নতুন আরও ৮ জনকে আটক করা হয়েছে।