একের পর এক বিস্ফোরক মন্তব্যে মিত্রদের চক্ষুশূল হচ্ছেন ট্রাম্প!

ইউক্রেন একদিন রাশিয়ার হবে। এমন মন্তব্য করে তোপের মুখে পড়েছেন ডনাল্ড ট্রাম্প। ইউক্রেনের চিরায়ত মিত্র যুক্তরাষ্ট্রের এমন মন্তব্যকে বিশ্বাসঘাতকতা বলছেন কেউ কেউ। তাদের ভাষ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে নয় বরং পুতিনকে লাভবান করতে চাচ্ছেন ডনাল্ড ট্রাম্প।

সম্প্রতি ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ইউক্রেন হয়তো রাশিয়ার সঙ্গে যুদ্ধবন্ধে সমঝোতা করতে যাচ্ছে। আমরা সে চেষ্টাই করছি, আবার সেটি নাও ঘটতে পারে। এমনটাও হতে পারে, ইউক্রেন একদিন রাশিয়ার অংশ হয়ে গেল।’

ট্রাম্পের এমন রসিকতায় চটেছেন ইউক্রেন কর্মকর্তারা। বলছেন দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন ট্রাম্প। একদিক দিয়ে ইউক্রেনকে সামরিক সহায়তার আশ্বাস দিচ্ছেন, অন্যদিকে পুতিনের সঙ্গে বাড়াচ্ছেন ঘনিষ্ঠতা। তিনি আসলে দুই নৌকায় পা দিয়ে চলছেন।

ইউক্রেন রাশিয়ার অংশ হতে পারে- ট্রাম্পের এমন অকল্পনীয় চিন্তায় তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। প্রায় তিন বছর ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়ে ট্রাম্প এর আগেও মন্তব্য করেছিলেন। বলেছিলেন, জো বাইডেনের বদলে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলে কখনওই এ যুদ্ধ হতো না। সে যুদ্ধ থামাতে মধ্যস্থতা চেষ্টার মধ্যেই এবার ইউক্রেনবিরোধী মন্তব্য করে বসলেন ট্রাম্প।

চলতি সপ্তাহেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তার আগেই ট্রাম্পের এমন বক্তব্য আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে তিনি সমঝোতার পথ খুঁজছেন। একই সঙ্গে ইউক্রেনকে দেয়া মার্কিন সহায়তার বিনিময়ে ট্রাম্প প্রশাসনের লাভবান হওয়ার বিষয়টিও সামনে এনেছেন। যুদ্ধ না থামালে অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্র লোকসানের মুখে পড়বে জানিয়ে তিনি বলেন, ‘ইউক্রেনে আমাদের বিনিয়োগের পেছনে লাভের প্রত্যাশা থাকতেই পারে। সামরিক সহায়তার বিনিময়ে কিয়েভের প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে বিরল খনিজ আমরা দাবি করতেই পারি।’

এদিকে রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কবিষয়ক প্রধান জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ শেষ করতে হলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সব শর্ত মানতে হবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দৃঢ় কণ্ঠে জানান, মস্কো আলোচনার জন্য প্রস্তুত। তবে সংঘাতের ‘মূল কারণগুলো’ সমাধান না হলে যুদ্ধ বন্ধ করা সম্ভব নয়।

Share this news on:

সর্বশেষ