বইমেলায় বিশৃঙ্খলা সৃষ্টির জন্য দায়ীদের বিচারের আওতায় আনা হবে। এমন মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পাশাপাশি তিনি বলেন ‘সব্যসাচী’ স্টলের সামনে উত্তেজনা ও হট্টগোলের ঘটনা অত্যন্ত নিন্দনীয়।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্ল্যাটফর্মে পোস্টে এসব কথা বলেন উপদেষ্টা। তিনি লেখেন, গতকাল বাংলা একাডেমিতে যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয়। ঘটনার সময় আমি ফ্লাইটে ছিলাম। নামার পর থেকে এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং ঘটনার সব রকম ব্যাখ্যা এবং বিশ্লেষণ সংগ্রহ করেছি।
একাডেমি ইতিমধ্যে একটা তদন্ত কমিটি গঠন করেছে উল্লেখ করে ফারুকী জানান, কমিটি তিন কর্ম দিবসের মধ্যে রিপোর্ট দিবে এবং দোষীদের বিচারের আওতায় আনা হবে। সবাইকে উস্কানিমূলক আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে লেখেন, এ বিষয়ে সরকারের স্পষ্ট বক্তব্য— এ ধরনের ঘটনা মেলা প্রাঙ্গণে আর ঘটতে দেওয়া যাবে না। আসুন আমরা সবাই উস্কানিমূলক আচরণ থেকে বিরত থাকি।
গত ১০ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলায় সব্যসাচী প্রকাশনীর স্টলে নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের বই রাখার অভিযোগে একদল বিক্ষুব্ধ লোকের রোষানলে পড়েন শতাব্দী ভব নামে এক লেখক। প্রকাশ্যে তাকে ক্ষমা চাইতে হয়।
পুলিশের সাহায্যে মেলা থেকে বের করে নেওয়া হয় ওই লেকককে। এ সময় এর পরপরই সাময়িক বন্ধ করে দেওয়া হয় স্টলটি। বাংলা একাডেমির সচিব ও বই মেলা টাস্কফোর্স কমিটি জানায় এই ঘটনায় ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
টিএ/