পাঁচ বছর নিখোঁজ থাকা নায়িকা পপির খোঁজ মিলে যেভাবে

সহকর্মী, সহশিল্পীদের ভাষ্যে পপি ‘নিখোঁজ’। ফোনেও পাওয়া যায় না তাঁকে। পুরোপুরি চলচ্চিত্র অঙ্গন থেকে ছিলেন দূরে । এমনকি তাঁর বাবার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানাতেন, মেয়ে কোথায় আছে, তা তাঁরা জানেন না। সহশিল্পীদের অনেকেই বলতেন, পপি বিয়ে করে সংসারী হয়েছেন ।সেই পপি পারিবারিক বিরোধের জেরে জোর আলোচনায়। হঠাৎ তাঁর নাম সামনে এল, খবরের শিরোনাম তিনি। ছোট বোন ফিরোজা পারভীন খেয়ালি খুলনার সোনাডাঙ্গা থানায় জিডি সূত্রে এই আলোচনা।

দীর্ঘদিন ধরে আড়ালে ছিলেন এক সময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। বিয়ে ও সন্তান জন্মের খবর নিয়েও মুখ খোলেননি তিনি। মুক্তির অপেক্ষায় আছে তাঁর অভিনীত সিনেমা ‘সাহসী যোদ্ধা’। সেই ছবির প্রচারণায়ও আসেননি পপি । পপি ফিরলেন, তবে নেতিবাচক সংবাদ শিরোনামে হয়ে। তাঁর বিরুদ্ধে উঠেছে জমি দখলের চেষ্টার অভিযোগ। বিষয়টি নিয়ে গত ৩ ফেব্রুয়ারি খুলনা নগরীর সোনাডাঙ্গা থানায় জিডি করেছেন নায়িকা পপির বোন ফিরোজা পারভীন।

সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম জিডি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। জিডি সূত্রে জানা গেছে, পৈতৃক জমি দখলে নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার ও শিপনসহ পপি ৩ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে শিববাড়ি এলাকার ভাড়াটিয়া বাড়ির সামনে যান। এতে বাধা দিলে পপি ও তাঁর স্বামী ফিরোজা পারভীনকে হুমকি দেন। স্থানীয় লোকজন জানান, পপি ও তাঁর স্বামী বর্তমানে খুলনায় অবস্থান করছেন। পপির মেজ বোন ফিরোজা পারভীন বলেন, ‘আমরা চার বোন, দুই ভাই। পপি সবার বড়। সে আমাদের বাবার জমি দখলের চেষ্টা করছে অনেক বছর ধরেই। বাবার মৃত্যুর পর থেকেই আমরা নানা হয়রানির শিকার হচ্ছি তার মাধ্যমে।

পপি যখন আড়ালে ছিলেন, তখনই গুঞ্জন চলছিল বিয়ে করে সংসারী হয়েছেন তিনি। রাজধানীর ধানমন্ডিতে বসবাস করছেন। জিডির খবর ছড়িয়ে পড়তেই সংবাদমাধ্যমে আসে অভিনেত্রীর স্বামী ও সন্তানের ছবি। ছবিতে দেখা যায়, স্বামীর জন্মদিনের কেক কাটার মুহূর্তে সন্তান আয়াতসহ দাঁড়িয়ে আছেন পপি।। জানা গেছে, ২০২১ সালের অক্টোবরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন তিনি। নায়িকা তাঁর সন্তানের নাম রেখেছেন আয়াত। সন্তানের বয়স এখন প্রায় চার বছর। আর পপির স্বামী আদনান উদ্দিন কামাল একজন ব্যবসায়ী।

২০১৯ সালে সর্বশেষ পপি অভিনীত সিনেমা ‘দি ডিরেক্টর’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। আড়ালে যাওয়ার আগে পপি ২০২০ সালের ২৩ অক্টোবর ‘ধোঁয়া’ নামে একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। মার্চে কাজ শুরু হওয়ার কথা ছিল। এরপর হঠাৎ সবার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন পপি। এরপর বছর চারেক ধরে কোথাও দেখা যায়নি তাঁকে। কোথাও কোনো অনুষ্ঠানেও দেখা মিলছিল না একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীর। আড়ালে যাওয়ার কিছুদিন নানা গুঞ্জনের মাঝেও মুখ খোলেননি পপি। হঠাৎ ২০২২ সালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে ভিডিওবার্তার মাধ্যমে তিনি আড়াল ভেঙে প্রকাশ্যে এসেছিলেন।

Share this news on:

সর্বশেষ

জাতিসংঘের প্রতিবেদন সম্পর্কে যা জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব Feb 12, 2025
img
হঠাৎ অবসরের ঘোষণা বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী তারকার Feb 12, 2025
img
কাফির পরিবারের পাশে দাঁড়ালো সেনাবাহিনী Feb 12, 2025
img
বিএনপির উদারতার কারণেই জামায়াত রাজনীতি করার সুযোগ পেয়েছে: রিজভী Feb 12, 2025
আয়নাঘর দেখে ড. ইউনুসের প্রতিকৃয়া জানালেন প্রেস সচিব Feb 12, 2025
img
শহীদ মিনার থেকে কফিন মিছিলের ডাক হাসনাতের Feb 12, 2025
img
নির্বাচনের জন্য অনন্তকাল অপেক্ষা করবে না বিএনপি: গয়েশ্বর Feb 12, 2025
সরকার প'ত'নে'র পরে সর্বপ্রথম বিডিআর হ'ত্যা'কা'ণ্ডে'র বিচার চাওয়া হয়েছে Feb 12, 2025
img
নিজের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট শান্ত Feb 12, 2025
img
দুদিনের সফরে আমিরাত যাচ্ছেন প্রধান উপদেষ্টা Feb 12, 2025