মোদীর সঙ্গে হাত মেলালেন না ম্যাঁখো!

মোদী হাত বাড়ালেও তাকে পাশ কাটিয়ে পাশের জনের সঙ্গে করমর্দন। অপমানিত হওয়ার এমন দশা ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এমনই দেখা গেল প্যারিসের এআই সামিটে। সেখানে বিশ্বনেতাদের সঙ্গে একে একে হাত মেলান প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাখো। এমনই সময় সামনে এসে পড়েন মোদী। হাত বাড়ান করমর্দনের জন্য, একটু উঠে দাঁড়ানোর চেষ্টাও করেন। কিন্তু তাতেও নজড় কারতে পারেননি ম্যাখোর।


মোদীকে এড়িয়ে পাশের জন থেকে পেছনের জন পর্যন্ত হাত মেলাতে চলে যান ম্যাখো।এমন অবস্থায় নিজেকে অবশ্য সামলানোর চেষ্টাও করেন মোদী। আরেকজনের দিকে স্মৃত হেসে পরিস্থিতিটা যেন স্বাভাবিক করার কিছুটা চেষ্টা। কিন্তু তাতে কি ঘটনা তো ভিডিওতেই ধরা পড়ে গেল। আর সেটাই এখন ভাইরাল। এ যেন গোটা বিশ্বের সামনে মোদীকে কূটনৈতিক চপেটাঘাত।


প্যারিসে এআই শীর্ষ সম্মেলনে ১১ ফেব্রুয়ারি আয়োজক দেশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্মেলনে বিশ্বনেতাদের স্বাগত জানাতে উপস্থিত হন প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাখো। এ সময় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ অন্য বিশ্বনেতাদের সঙ্গে করমর্দন ও কুশল বিনিময় করেন তিনি।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জেডি ভ্যান্সের পাশে বসা নরেন্দ্র মোদি করমর্দনের জন্য হাত বাড়ালেও তাকে উপেক্ষা করেন ম্যাখো। মোদীর বদলে হাত মেলান তার পেছনে বসে থাকা অন্য আমন্ত্রিত অতিথিদের সঙ্গে। প্রকাশ্য এমন অপমানে তাৎক্ষণিকভাবে দমে যান মোদীও। ফিরিয়ে নেন বাড়িয়ে দেয়া হাত।

নেটিজেনরা বলছেন, মোদীর সঙ্গে হাত মেলানোয় ম্যাখোর অনীহা স্পষ্টতই কূটনৈতিক অবজ্ঞা। আবার কেউ বলছেন, এটি অনিচ্ছাকৃতও হতে পারে। ম্যাখো হয়তো মোদীকে খেয়াল করেননি। তবে সে সম্ভাবনা অনেকটাই অবিশ্বাস্য। মোদীকে অনেকটা টপকেই তার পেছনে বসা ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন ম্যাখো।

বিষয়টি নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি ভারত বা ফ্রান্স সরকার। তবে ভারতের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ডি-ইন্টেন্ট ডাটার দাবি, এই ঘটনার আগে একাধিকবার মোদীর সঙ্গে করমর্দন করেছেন ম্যাখো। তারা বেশ কিছু ছবি প্রকাশ করে জানিয়েছে, ছড়িয়ে পড়া ভিডিওটি উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি ছড়ানোর জন্য ব্যবহৃত হয়েছে।

এই ঘটনা নিয়ে আন্তর্জাতিক মহলে জল্পনা অব্যাহত রয়েছে। বিষয়টি শুধুই একটি মুহূর্তের ভুল বোঝাবুঝি, নাকি এর পেছনে অন্য কোনো কূটনৈতিক বার্তা লুকিয়ে আছে—তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। অবশ্য এলিসি প্যালেসে প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাখোর নৈশভোজে দারুণ সময় কাটাতে দেখা যায় মোদী-ভ্যান্স ও ম্যাখোকে। সেখানে জেডি ভ্যান্সকে নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দনও জানান মোদি।

Share this news on:

সর্বশেষ