দেশে সুযোগ না পেয়ে যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন সাকিব?

মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে ২০২৮ অলিম্পিক্সে খেলতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশের মাটিতে তার শেষ ম্যাচ খেলার ইচ্ছে থাকলেও এবার যুক্তরাষ্ট্রের হয়ে মাঠ মাতাতে দেখা যেতে পারে তাকে। এমন সংবাদ উঠে এসেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসে!

বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গেই নেই শাকিব আল হাসান। তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন ওঠার পর একসময় জাতীয় দলের অংশ হলেও পরে জায়গা মেলেনি। তবে, শুধু দেশের মাটিতে ক্রিকেটের অবসর নয়, এখন নতুন চ্যালেঞ্জের দিকে তাকিয়ে আছেন সাকিব।

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে নিজের নাম ছড়িয়ে দিয়েছেন সাকিব আল হাসান। সম্প্রতি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন। এরই মধ্যে তার বন্ধু ও শুভাকাঙ্খীরা তাকে নতুন পথের সন্ধান দিয়েছেন, ২০২৮ অলিম্পিক্সে যুক্তরাষ্ট্রের হয়ে ক্রিকেট খেলার। সাকিব নিজেও বুঝতে পারছেন, দেশের জাতীয় দলে ফিরে আসার আর তেমন সুযোগ হয়তো নেই। তাই নতুন কিছুর দিকে ঝুঁকছেন তিনি।

তবে, অলিম্পিক্সে খেলার আগে তাকে কঠিন পরিশ্রম করতে হবে। সন্দেহজনক বোলিং অ্যাকশন সংশোধন করে আইসিসির নির্বাসন থেকে মুক্তি পেতে হবে। এদিকে, সাকিব প্রতিদিন প্রায় ২০ ওভার করে বল অনুশীলন করছেন এবং প্রাক্তন ক্রিকেটারদের থেকে পরামর্শ নিচ্ছেন।

এমন পরিস্থিতিতে ২০২৮ সালের লস এঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিশ্চিত হয়েছে এবং সেই মঞ্চে সাকিবকে দেখতে যেন প্রস্তুত হচ্ছেন সবাই।

Share this news on:

সর্বশেষ