আত্মপ্রকাশ করতে যাওয়া নয়া দলের ব্যাপারে নতুন খবর চাউর। বেসরকারী এক টেলিভিশন সূত্রে জানা যায় নতুন দলে যোগ দিতে চলেছেন স্বসস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা। তিন বাহিনীর সাবেক কয়েকজন সদস্যদের সাথে মতবিনিময় সভাও আয়োজিত হতে যাচ্ছে বলে জানা যায়। এদিকে রাজনৈতিক মহলে গুঞ্জন ভেসে বেড়াচ্ছিলো চলতি মাসেরই ২৬/২৭ তারিখে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। নতুন দলের নানা গুঞ্জনে এবার যুক্ত হলো আরেকটি পালক।
স্বসস্ত্র বাহিনীর সদস্যরা যদি নতুন দলে যোগদান করে তাহলে বুদ্ধিমত্তা ও শক্তির দিক থেকে সামর্থ্যবান দল গঠিত হতে যাচ্ছে তা বলাই যায়। তবে তিন বাহিনীর সাবেক সদস্যদের কোন মুখগুলো যোগ দিতে চলেছেন নতুন রাজনৈতিক দলে সে ব্যাপারে কিছু জানা যায়নি।
স্বসস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের যোগদানের গুঞ্জন হয়ত খোলাসা হবে নাগরিক কমিটির সাথে তাদের মতবিনিময় সভার পরে। তবে নতুন দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের দায়িত্ব নেয়ায় জোড়ালো সম্ভাবনা রয়েছে। তবে দলের সদস্যসচিব পদ নিয়ে নেতাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। পরে আলোচনার ভিত্তিতে দলের শীর্ষ চারটি পদ মোটামুটি নিশ্চিত হয়েছে বলে জানা গেছে। তবে পদগুলোতে কারা থাকছে তা এখনও জানা যায়নি। তবে আরও দুটি পদের বিষয়েও প্রস্তাব এসেছে।
এমন প্রেক্ষাপটে স্বসস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের পদবন্ঠন নিয়েও থাকতে পারে চমক। হতে পারে নানা দেনদরবারও। সব মিলিয়ে সম্ভাব্য তারিখে নতুন দল ঘোষিত হবে কিনা! নাকি আরো কালক্ষেপনের পর আসতে যাচ্ছে ঘোষণা তাও বলে দেবে সময়ই।
এর আগে, জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হতে জেলা ও উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন চালায় সংগঠনটি। এরপর ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক একটি জনমত জরিপও চালালো হয়। সেখানে নতুন রাজনৈতিক দলের নাম, লোগোসহ বিভিন্ন মতামত জানতে চাওয়া হয়। এদিকে নয়া রাজনৈতিক দলের নাম ইংরেজীতে হবে বলে গুঞ্জন রয়েছে।