ঝালকাঠির পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, আটক ৩

ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ছদ্মবেশে অভিযান চালিয়ে তিন দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে সাত দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার সাইফুল ইসলাম। 

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

সাজাপ্রাপ্ত কাওসার সিকদার শহরের কৃষ্ণকাঠি এলাকার সৈয়দ আলী সিকদারের ছেলে।

পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ হোসেন বলেন, অভিযোগ পেয়ে ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিস  ছদ্মবেশে অভিযান চালায় দুদক। পরে পাসপোর্ট অফিসের সামনে পাসপোর্ট করে দেবার শর্তে দুদক কর্মকর্তাদের কাছ থেকে ১২ হাজার টাকা দাবি করেন কাওসার। পরে তাকে হাতেনাতে ধরা হয়। এ সময় আরও দুজনকে আটক করা হয়েছে পরে ওই দুজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। 

সহকারী কমিশনার সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে দুদকের একটি টিম অভিযান চালায়। পরে তিনজনকে হাতেনাতে আটক করে। পরে একজনক ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শত টাকা জরিমানা করা হয়েছে। বাকি দুজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

Share this news on: