অপারেশন ডেভিল হান্ট: সুনামগঞ্জে আওয়ামী লীগ ও যুবলীগের ৬ নেতা গ্রেফতার

সারাদেশে চলমান যৌথবাহিনীর অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে আওয়ামী লীগ ও যুবলীগের ৬ নেতাকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, জামালগঞ্জ উপজেলার শ্রীমন্তপুর গ্রামের বাসিন্দা ফেনারবাঁক ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য রফিকুল ইসলাম (৫০) ও একই গ্রামের বাসিন্দা বাবু মিয়া (২০), জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শশী কান্ত গোপ (৫০), ছাতক উপজেলার ঝিগলী গ্রামের বাসিন্দা ভাতগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ (৫০), ছাতক উপজেলার পূর্ব বসন্তপুর গ্রামের বাসিন্দা দুলারবাজার ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রফিক মিয়া (৩৫) ও দোয়ারাবাজার উপজেলার মাঝেরগাঁও গ্রামের বাসিন্দা দোয়ারাবাজার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ফিরোজ আলী (৪২)।

অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন বলেন, ‘গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।’

Share this news on: