ফেনসিডিলসহ আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে টঙ্গী স্টেশন রোড সংলগ্ন ব্যাংকের মাঠে অভিযানে আওয়ামী লীগ নেত্রী ময়না ও তার সহযোগী ৫ জন’কে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাব-১ এর মিডিয়া অফিসার সালমান নূর আলম এ তথ্য নিশ্চিত করেছে।

র‍্যাব জানিয়েছে, ময়না গাজীপুর সিটিকর্পোরেশনের ৫৬ নং ওয়ার্ড আওয়ামী মহিলা লীগ এর যুগ্ম আহবায়ক। আওয়ামী লীগের শাসনামলে দলীয় নেতাদের ছত্রছায়ায় শীর্ষ মাদক কারবারি বনে যান ময়না।

মধ্যরাত থেকে টঙ্গীর ব্যাংক মাঠের বিভিন্ন গোপন আস্তানায় সাড়াশি অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী এবং আওয়ামী লীগ নেত্রী ময়না’কে গ্রেফতার করে। এছাড়াও তার নিয়ন্ত্রিত একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে পাঁচজন মাদক কারবারি ১) মোঃ সবুজ (৩৭), ২) মোঃ সুজন (২৬), ৩) মোঃ শাহিন (৩০), ৪) মোঃ দেলোয়ার (৪৩) এবং ৫) মোঃ রাসেল (৪০)কে গ্রেফতারসহ ১৭৫১ বোতল (১৭৫.১০০ লিটার) ফেনসিডিল জব্দ করা হয়। 

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

Share this news on: