চ্যাম্পিয়নস ট্রফিতে হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে শেষ চারের পথে এক পা দিয়ে রাখলো ভারত। পাকিস্তানের দেয়া ২৪২ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে কোহলির সেঞ্চুরিতে ৪৫ বল হাতে রেখেই টপকে যায় ভারত।
রান খরা যাচ্ছিল বিরাট কোহলির। ইংল্যান্ড সিরিজে ফিফটি দিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। এবার পাকিস্তানকে সামনে পেয়েই গর্জে উঠলেন ভারতের কিংবদন্তি ব্যাটার। দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।
দুবাইয়ে রোববার (২৩ ফেব্রুয়ারি) পাকিস্তানের দলীয় ৪১ রানে বাবর আজমকে ফিরিয়ে শুরুর আঘাতটা দেন হার্দিক পান্ডিয়া। ইমাম উল হক রানআউট হন ১০ রানে। অর্ধশতক হাকিয়ে সাময়িক ধাক্কা সামাল দেন সৌদ শাকিল। শতরানের পার্টনারশিপ গড়ার পথে ৪৬ রানে আক্সারের বলে আউট হন রিজওয়ান। ৬২ রানে পান্ডিয়ার দ্বিতীয় শিকারে পরিনত হন শাকিল। শেষ দিকে খুশদিল শাহ’র ৩৮ রানে ভর করে ২ বল বাকি থাকতেই ২৪১ রানে অলআউট হয় পাকিস্তান। ৩ উইকেট নেন কুলদিপ ইয়াদভ।
জবাবে ২০ রান করে আউট হন রোহিত শর্মা। এরপর ৬৯ রানের জুটি গড়েন শুভমান গিল ও কোহলি। ৪৬ রান করে আবরারে স্পিনে কাটা পড়েন গিল। শ্রেয়াস আইয়ারের সঙ্গে ১১৪ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন ভিরাট কোহলি। আইয়ার ৫৬ রানে কাটা পড়লেও ওয়ানডে ক্যারিয়ারের ৫১তম শতক হাঁকিয়ে মাঠ ছাড়েন কোহলি।
ভারত-পাকিস্তানের মাঠের লড়াই এখন যেন কেবলই অতীত! সাম্প্রতিক সময়ে দুই দলের মুখোমুখি লড়াইয়ে মাঠের বাইরে যতটা উত্তেজনা দেখা যায়, মাঠের ভেতরে তার ছিটেফোঁটাও পাওয়া যায় না। ভারতের একচ্ছত্র আধিপত্যের কাছে যেন অসহায় আত্মসমর্পণ পাকিস্তানের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের দেখায়ও চিত্রটা বদলায়নি।