অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বাংলাদেশের রাজনৈতিক উন্নয়নের নামে দুটি সংস্থাকে ইউএসএইডের মাধ্যমে দেওয়া ২৯ মিলিয়ন ডলারের অর্থ নিয়ে তদন্ত করতে পারে এনজিও ব্যুরো।
তিনি বলেন, এটি সরাসরি অর্থ মন্ত্রণালয়ের বিষয় নয়। তবে এনজিও ব্যুরো যদি তদন্ত করে কোনো অনিয়মের প্রমাণ পায়, তাহলে অর্থ মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশের রাজনৈতিক উন্নয়নের নামে দুটি সংস্থাকে ইউএসএইডের মাধ্যমে দেয়া ২৯ মিলিয়ন ডলারের অর্থের বিষয়টি এনজিও ব্যুরো খতিয়ে দেখতে পারে। অর্থ মন্ত্রণালয়ের বিষয় না হওয়ায়, এটি সরাসরি খতিয়ে দেখবে না। আর এনজিও ব্যুরো খতিয়ে দেখে যদি প্রমাণ পায় তাহলে অর্থ মন্ত্রণালয় বিষয়টি নিয়ে ব্যবস্থা নেবে।
দেশের স্বার্থে যে কোনো উন্নয়নের ক্ষেত্রে ফান্ড আসতেই পারে। বড় বিষয় হলো কোন উদ্দেশ্যে সেই টাকাটি নিয়ে আসা হয়েছে, সেটি খতিয়ে দেখা দরকার। ভবিষ্যতে যাতে দেশের স্বার্থবিরোধী কোনো কাজে ব্যবহারের জন্য অর্থ না আসে, এটি নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান তিনি।
রোজার সময় যেন কোনোভাবেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না বাড়ে এ কথা জানিয়ে তিনি আরও বলেন, আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্য নেয়া হয়েছে এবং পণ্যের সরবরাহ নিশ্চিত করা হবে।
আসছে বাজেট তিনি অর্থ উপদেষ্টা বলেন, নির্ধারিত সময় হবে বাজেট আর এ বিষয়ে দেশের অর্থনীতিবিদ, ব্যবসায়ী, দোকান মালিক সমিতিসহ প্রধান প্রধান স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করা হবে।
বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন-এ কথা উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, তাদেরকে নিরাপত্তা না দিলে বিনিয়োগ বাড়বে না।