অন্যায়ভাবে ভারতকে সুবিধা দিচ্ছে আইসিসি: প্যাট কামিন্স

চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝপথে বিতর্ক উসকে দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তার অভিযোগ, আইসিসি ভারতকে অন্যায়ভাবে বিশেষ সুবিধা দিচ্ছে। হাইব্রিড মডেলের আওতায় টুর্নামেন্টে ভারতের সব ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে দুবাইতে, যা দলটির জন্য বাড়তি সুবিধা তৈরি করছে বলে মনে করেন কামিন্স। তার মতে, নিরপেক্ষ ভেন্যুতে খেললে প্রতিযোগিতা আরও ন্যায়সঙ্গত হতো।

এই সিদ্ধান্তে অসন্তুষ্ট কামিন্স সরাসরি প্রশ্ন তুলেছেন আইসিসির নিরপেক্ষতা নিয়ে। তিনি বলেন, "আইসিসি কি আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, নাকি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল?"

ভারতের জন্য বিশেষ সুবিধার অভিযোগ নিয়ে ইতোমধ্যে ক্রিকেট মহলে আলোচনার ঝড় উঠেছে। বিসিসিআইর মন রক্ষা করতে আইসিসির একচোখা নীতি বহু পুরোনো। যা থেমে নেই চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। বাংলাদেশের বিপক্ষে ভারতের উদ্বোধনী ম্যাচের আগে কোহলিদের সেন্টার উইকেটে অনুশীলন করার সুবিধা দিয়েছে আইসিসি। অথচ শান্তদের উইকেট দেখারও সুযোগ হয়নি। মাঠে অনুশীলন করা তো বহু দূরের কথা।
 
এই অনিয়ম নিয়ে বাংলাদেশের পক্ষে প্রতিবাদ জানানো সম্ভব না হলেও চুপ থাকেনি অস্ট্রেলিয়া। অন্যায়ভাবে আইসিসি যে ভারতকে সুবিধা দিয়েছে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স।
 
হাইব্রিড মডেলের অজুহাতে নিজেদের সবগুলো ম্যাচ দুবাইয়ে খেলছে ভারত। যেখানে ‘এ’ গ্রুপের বাকি দলগুলো পাকিস্তান ইউএই জার্নি করছে সেখানে সাহেব বাবুদের মধ্যপ্রাচ্যে আরাম আয়েশের সুযোগ করে দিয়েছে আইসিসি। ভেন্যু হিসেবেও এমন একটা মাঠ নির্বাচন করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা যেখানে কখনোই ওয়ানডে ম্যাচ হারেনি টিম ইন্ডিয়া।
 
এ বিষয়ে প্যাট কামিন্স বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির খেলাগুলো হয়তো মাঠে চলছে। কিন্তু অবশ্যই ভারতকে বিশেষ সুবিধা দেয়া হচ্ছে। তাদের খুবই শক্তিশালী দেখাচ্ছে। এই সুযোগ আসলে করে দেয়া হয়েছে ভারতকে একই মাঠে খেলার সুবিধা দিয়ে। এটা আইসিসির অন্যায় সিদ্ধান্ত।’
 
এর আগে টি-২০ বিশ্বকাপেও আইসিসির কাছ থেকে নানা সুবিধা পেয়েছিল ভারত। যার ওপর ভর করে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পায় টিম ইন্ডিয়া। কে জানে ভারতের হাতে হয়তো আবারো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা তুলে দেয়ারই উদ্যোগ নিয়েছে আইসিসি।

Share this news on:

সর্বশেষ

img
আগে স্থানীয় সরকার নির্বাচন হতে দেবে না বিএনপি : ফারুক Feb 25, 2025
img
অনিয়মে জর্জরিত কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা ক্ষীণ : গভর্নর Feb 25, 2025
img
ভাই, প্রেমিকা, নানী সহ ছয়জনকে হত্যা; থানায় যুবকের আত্মসমর্পণ Feb 25, 2025
img
শুধু ভোটের অধিকার প্রতিষ্ঠা করলেই হবে না : তারেক রহমান Feb 25, 2025
img
বাংলাদেশি আখ্যা দিয়ে মালদহে পঞ্চায়েত প্রধানকে অপসারণ Feb 25, 2025
img
অবশেষে মোদির দেখা পাবেন ইউনূস? Feb 25, 2025
img
ই-মেইলের জবাব না দেওয়া কর্মীদের নতুন হুমকি দিলেন মাস্ক Feb 25, 2025
img
মালদ্বীপে বৈধ কাগজপত্রহীন বাংলাদেশিদের নিয়মিতকরণের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা Feb 25, 2025
img
ছোট পর্দাতেও এ বার কৌশানী ম্যাজিক Feb 25, 2025
img
একদিন তিনি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন : শফিকুল আলম Feb 25, 2025