টলিউড অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় এখন ‘টক অফ দ্য টাউন’! নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের গত পুজোর ছবি বহুরূপীতে তাঁর অভিনয় নতুন করে আলোচনায় এসেছে। সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি কিলবিল সোসাইটি-তে তিনি অন্যতম মুখ্য অভিনেত্রী। তারই মধ্যে ছোট পর্দাতেও তাঁর উপস্থিতি নিয়ে সমান আগ্রহ দেখা যাচ্ছে।
জি বাংলার গানের প্রতিযোগিতা সারেগামাপার চূড়ান্ত পর্ব আগামী ২ মার্চ অনুষ্ঠিত হবে। এরপর সারেগামাপার জায়গায় আসবে নাচের প্রতিযোগিতা ডান্স বাংলা ডান্স, যেখানে কৌশানী মুখোপাধ্যায়কে নতুন বিচারক হিসেবে দেখা যাবে। আজ, মঙ্গলবার থেকেই এই অনুষ্ঠানের শুটিং শুরু হচ্ছে এবং মার্চ থেকে প্রতি শনি-রবিবার রাত সাড়ে ন’টায় এটি জি বাংলায় সম্প্রচারিত হবে।