চার ভারতীয় কোম্পানিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানের তেল বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে চার ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতির অংশ হিসেবে সোমবার মার্কিন ট্রেজারি বিভাগ বিভিন্ন দেশের ৩০ জনেরও বেশি ব্যক্তি ও জাহাজ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, যার তালিকায় রয়েছে ভারতভিত্তিক এই চার প্রতিষ্ঠানও।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের বাণিজ্য ও পরিবহনে জড়িত থাকার অভিযোগে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ অফিস (ওএফএসি) এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুসারে, নিষেধাজ্ঞার আওতায় পড়া ৪টি ভারতীয় কোম্পানি হলো- নভি মুম্বাইভিত্তিক ফ্লাক্স মেরিটাইম এলএলপি, ন্যাশনাল ক্যাপিটাল রিজিওনভিত্তিক বিএসএম মেরিন এলএলপি, অস্টিনশিপ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড এবং তাঞ্জাভুরভিত্তিক কসমস লাইনস ইনকরপোরেটেড।

খবরে বলা হয়েছে, এই ৪টি কোম্পানির মধ্যে ৩টি ইরানি তেল ও পেট্রোলিয়াম পণ্য পরিবহনে জড়িত জাহাজের বাণিজ্যিক বা প্রযুক্তিগত ব্যবস্থাপক হিসেবে কাজ করেছে। একারণে তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অপর কোম্পানিটিকে ইরানি পেট্রোলিয়াম পরিবহনে জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইরানের ক্ষমতাসীনরা এখনো পরমাণু হুমকি, ব্যালিসটিক ক্ষেপণাস্ত্র প্রকল্প ও জঙ্গি সংগঠনদের প্রতি সমর্থন অব্যাহত রেখে বিশ্ব-নিরাপত্তাকে অস্থিতিশীল করার উদ্যোগ চালিয়ে যাচ্ছে। এজন্য মার্কিন প্রেসিডেন্টের ‘ইরানকে সর্বোচ্চ চাপ দেওয়ার উদ্যোগের’ অংশ হিসেবে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নতুন এই ঘোষণায় ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল বাণিজ্যে নিযুক্ত আট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর অর্থনৈতিক বিধিনিষেধ আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের দাবি, তেল রপ্তানি থেকে অর্জিত রাজস্ব ইরান ‘অস্থিতিশীলতা সৃষ্টি করার কাজে’ ব্যবহার করে। এ কারণে বিধিনিষেধ আরোপ করে এই রাজস্ব উপার্জন বন্ধ করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তর কয়েকটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেছে এবং জানিয়েছে, তারা জেনে-বুঝে ইরান থেকে পেট্রোলিয়াম ও পেট্রোলিয়াম পণ্য বিক্রি ও পরিবহনের উল্লেখযোগ্য লেনদেনের সঙ্গে জড়িত। এজন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নতুন নিষেধাজ্ঞার এই তালিকায় আছে কানগান পেট্রো রিফাইনারি কোম্পানি, কসমস লাইন্স ইঙ্ক, আলকোনোস্ট ম্যারিটাইম ডিএমসিসি, অস্টিনশিপ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড, ওশ্যানএন্ড শিপিং লিমিটেড, আইএমএস লিমিটেড ও অকটেন এনার্জি গ্রুপ এফজেডসিও।

Share this news on:

সর্বশেষ

img
বৃষ্টিতে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ পন্ড হওয়ার শঙ্কা Feb 26, 2025
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে যা বললেন ফারুক Feb 26, 2025
নির্বাচনমুখী যাত্রা শুরু হচ্ছে বিএনপির Feb 26, 2025
দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে যা বললেন সেলিমা রহমান Feb 26, 2025
img
নিরাপত্তা দিতে না পারলে দ্রুত পদত্যাগের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি Feb 26, 2025
img
আত্মপ্রকাশ করলো শিক্ষার্থীদের নতুন সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ Feb 26, 2025
img
দ্রুত নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে বিদায় নিন: বাবর Feb 26, 2025
img
বাংলাদেশসহ ১৪১ দেশে যুক্তরাজ্যের ভিসার জন্য এআই চ্যাটবট Feb 26, 2025
img
দেশে খেলাপি ঋণ ছাড়াল ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা Feb 26, 2025
img
আন্দোলনরত আহতদের যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী Feb 26, 2025