নিরাপত্তা দিতে না পারলে দ্রুত পদত্যাগের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি

সারা দেশে সংঘটিত ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে জাতীয় ছাত্রসমাজের নেতাকর্মীরা একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন। এসময় বৈষম্যবিরোধী ছাত্র নেতারা দুই দফা দাবি উপস্থাপন করেন।

মানববন্ধনে জাতীয় ছাত্রসমাজ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক মেহেদী মোহাম্মদ নিশাত বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাকে উদ্দেশ করে বলতে চাই, দেশের মানুষের নিরাপত্তা যদি দিতে না পারেন, তাহলে দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করে লজ্জিত হয়ে দ্রুত পদত্যাগ করুন। আপনারা ক্ষমতায় থেকে যদি নিরাপত্তা দিতে না পারেন, তাহলে পদত্যাগ করে ছাত্র-জনতার হাতে দেশ তুলে দিন। আর যদি আমার কোনো বোন বা নারী ধর্ষণ হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক করতে না পারেন, তাহলে দেশের প্রতিটি ওয়ার্ড ও থানায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’

তিনি বলেন, ‘আমরা জুলাই আন্দোলন করেছি। হাসিনার পতন ঘটিয়েছি। অসংখ্য ছাত্র বুকের তাজা রক্ত ঝরিয়েছে। প্রাণহানি হয়েছে। কিন্তু এখন দেশে আপনারা নিরাপত্তা দিতে পারছেন না। আপনাদের আমরা উপদেষ্টা বানিয়েছি শুধু এসি গাড়িতে চড়ার জন্য নয়।’

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বায়োজিদুর রহমান সিয়াম দুই দফা ঘোষণা করে বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাস হলেও তার কার্যকারিতা প্রশ্নবিদ্ধ। ২০২০-২০২৫ পর্যন্ত কতটি মামলায় ফাঁসি কার্যকর হয়েছে, এ তথ্য ছাত্র-জনতার কাছে দিতে হবে। দ্বিতীয়ত, চীনা আইনের আদলে শিশু ধর্ষণের ক্ষেত্রে দ্রুততম সময়ে মৃত্যুদণ্ড আইন পাস করতে হবে।

মানববন্ধনে অন্যদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা প্রতিনিধি মেহেরুন্নেসা মুনিয়া, ছাত্র প্রতিনিধি মাইনুল হাসান জুবায়ের, আমানুল হক নিশাত, সিয়াম আফ্রিদী, সরকারি কলেজ প্রতিনিধি তৌসিফ আহমেদ, জায়েদ জিব্রিল প্রমুখ বক্তব্য রাখেন।

Share this news on:

সর্বশেষ

রমজানের আগে ‘বাজেট কাট’, মূল্যবৃদ্ধিতে নাজেহাল ইন্দোনেশিয়া Feb 26, 2025
ড. ইউনুসের উপর আস্থা জাতিসংঘ মহাসচিবের Feb 26, 2025
৫০ লাখ ডলারে মার্কিন নাগরিকত্ব ‘বিক্রির’ ঘোষণা দিলেন ট্রাম্প Feb 26, 2025
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় হতবাক ভারত! Feb 26, 2025
৪০ হাজার টাকার সালোয়ার কামিজ পরে পূজায় ক্যাটরিনা Feb 26, 2025
হুমায়ূন আহমেদের জনপ্রিয় ‘তিন চরিত্র’ আবার একসঙ্গে Feb 26, 2025
প্রেমের প্রস্তাবে সাড়া দিলেই ১ কোটি ২৫ লাখ টাকার গাড়ি! Feb 26, 2025
img
রুয়েটে আজীবনের জন্য বহিষ্কার নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতিসহ ৪ জন Feb 26, 2025
img
৬০২ ফিলিস্তিনিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল Feb 26, 2025
img
এপ্রিলে শুরু হবে ইতা‌লির কর্ম ভিসার নতুন আবেদন প্রক্রিয়া Feb 26, 2025