মামা শ্বশুর গোবিন্দের বিচ্ছেদ নিয়ে কী বললেন কাশ্মীরা?

বলিউডের অন্দরমহলে বহু বছর ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে অভিনেতা গোবিন্দ ও তাঁর ভাগ্নে কৃষ্ণা অভিষেকের সম্পর্কের টানাপোড়েন। মামা-ভাগ্নের এই দূরত্বের অন্যতম কারণ হিসেবে বারবার উঠে এসেছে গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা ও কৃষ্ণার স্ত্রী কাশ্মীরা শাহের নাম।

সুনীতার দাবি, কাশ্মীরা বিয়ের পর থেকেই তাঁদের পরিবারে অশান্তির সূত্রপাত হয় এবং এর ফলে মামা-ভাগ্নের সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। টানা সাত বছর একে অপরের সঙ্গে কোনো কথা বলেননি গোবিন্দ ও কৃষ্ণা। তবে কৃষ্ণার বোন আরতি সিংয়ের বিয়েতে পরিস্থিতি খানিকটা বদলায়। সেখানে মামা-ভাগ্নে আবার কাছাকাছি আসেন, এমনকি কাশ্মীরাও মামা শ্বশুরের পা ছুঁয়ে প্রণাম করে সম্পর্কের তিক্ততা কমানোর চেষ্টা করেন। তবে সুনীতা ও ক্যাশ্মিরার মধ্যে বরফ গলেছে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

এবার গোবিন্দ ও সুনীতার বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ক্যাশ্মিরা শাহ। বলিপাড়ায় গুঞ্জন, দীর্ঘ বিবাহিত জীবনে নানা মতবিরোধের কারণে এই সিদ্ধান্ত নিতে পারেন গোবিন্দ ও সুনীতা। যদিও কাশ্মীরা প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া জানাতে চাননি। তবে বলিউডের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই পারিবারিক দ্বন্দ্বের পরিণতি কোথায় গড়ায়।

বলিপাড়ার অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে গোবিন্দের ৩৭ বছরের দাম্পত্য সরু সুতোয় বেঁধে রয়েছে। যে কোনও মুহূর্তে তা ছিঁড়ে যেতে পারে। বহু দিন ধরেই ছাদ আলাদা হয়ে গিয়েছে গোবিন্দ এবং সুনীতার। একই বাড়িতে থাকেন না তাঁরা। ৬০ বছর বয়সে এসে নাকি পরকীয়ায় জড়িয়েছেন গোবিন্দ। প্রেমিকা বয়সে তাঁর চেয়ে অনেক ছোট। মরাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের কারণেই নাকি গোবিন্দ এবং সুনীতার বিয়ে ভাঙছে।

সুনীতার সাক্ষাৎকারে বিবাহবিচ্ছেদের ইঙ্গিত পাওয়া গেলেও এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ইতিমধ্যেই পরিবারের লোকেরা একে একে এই খবর মানতে অস্বীকার করেছেন। কাশ্মীরা বলেন, ‘‘আমার ওদের জীবন নিয়ে কোনও ধারণাই নেই। তবে এটা যে ভয়ঙ্কর একটা গুজব সেটা বলতে পারি।’’ মামা-মামির বিচ্ছেদ হতে পারে তা মানতে নারাজ ভাগ্নে কৃষ্ণা অভিষেকও।

Share this news on:

সর্বশেষ

img
৫ আগস্টের অভ্যুত্থানে পেছনের নায়ক তারেক রহমান, মূল শক্তি ছাত্রদল: আযম খান Feb 26, 2025
img
'মান্নাত' ছেড়ে নতুন ঠিকানায় শারুখ পরিবার Feb 26, 2025
img
ইব্রাহিমের বিশ্বরেকর্ড, বিশাল সংগ্রহ আফগানিস্তানের Feb 26, 2025
img
২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ অনুসন্ধানের আহ্বান সৌদির Feb 26, 2025
img
নতুন ছাত্র সংগঠনের নেতৃত্বে যারা Feb 26, 2025
img
বাংলাদেশের সঙ্গে শুল্কমুক্ত বাণিজ্য করবে পাকিস্তান:পাকিস্তান হাইকমিশনার Feb 26, 2025
img
চ্যাম্পিয়ন্স ট্রফির ডিউটিতে অনীহা, পাকিস্তানে শতাধিক পুলিশ বরখাস্ত Feb 26, 2025
img
নতুন তথ্য উপদেষ্টা হলেন মাহফুজ আলম Feb 26, 2025
প্রধান উপদেষ্টার কার্যালয়ের গেট আটকে দিয়েছে আহতরা Feb 26, 2025
অর্থনীতি যেভাবে কামব্যাক করেছে সেটা মিরাকল Feb 26, 2025