ক্রিকেটের মাঠে যখন পাকিস্তান ভারতের কাছে পরাজিত হচ্ছে, তখন রাওয়ালপিন্ডির জেলে বসে সেই খেলা দেখছেন ইমরান খান। আর তার চোখে স্পষ্ট,পাকিস্তান ক্রিকেটের পতনের সিগনাল। এই হার শুধু দলের জন্য নয়, এটি ইমরান খানের কাছে এক ব্যক্তিগত যন্ত্রণা।
১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপ এনে দেওয়া ইমরান খান আজও দেশের ক্রিকেটের প্রতি গভীর ভালবাসা পোষণ করেন। তবে বর্তমানে পাকিস্তান ক্রিকেটের অবস্থায় তিনি অত্যন্ত হতাশ। সম্প্রতি ভারতীয় দলের কাছে হারের পর তিনি তার বোন আলিমা খানকে বলেছিলেন, যখন পছন্দসই ব্যক্তিদের হাতে সিদ্ধান্তের ক্ষমতা থাকে, তখন দেশের ক্রিকেট ধ্বংস হবেই।
পাকিস্তানের বর্তমান ক্রিকেট পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক। ২৯ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরলেও, পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারার পর, ভারতের কাছে ৬ উইকেটের ব্যবধানে পরাজিত হয়। পাকিস্তানের দল তখন থেকেই টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।
এমন পরিণতির জন্য ইমরান খান শুধু হারকে দায়ী করেনি। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির কাজের প্রতি তার ক্ষোভ প্রকাশ করেছেন। এতদিনে তার ক্রিকেট সম্পর্কে অভিজ্ঞতা কী?—এটাই ছিল ইমরান খানের মন্তব্য।